রুট ইউজাররা কাস্টম রমের বিষয়ে সব সময় আগ্রহী থাকেন। অনেক কাস্টম রমে বাগ(Bug) থাকে বলে অনেকেই কাস্টম রমের আগ্রহ হারিয়ে স্টকে ফিরে যেতে চান। আর ওয়ারেন্টির বিষয়তো থাকছেই। তাদের জন্যই আজকের এই পোস্ট।
সতর্কতাঃ
***শুধু মাত্র symphony w125 এর জন্য প্রযোজ্য***
১. প্রথমে নিচের লিঙ্ক থেকে ফাইলগুলো ডাউনলোড করুন।
Single Link- https://mega.co.nz/#!UpwHyBoB!fCWL0xmlVdoTNTomEfUUPV4F0NcHCLvSfZbYKgz_IC8
Mirror- http://d-h.st/7u9
২. উপরের ফাইল গুলো ডাউনলোড করে একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখুন
৩. এবার Stock Rom.zip ফাইলটা winrar দিয়ে Extract korun. এবং rezip করুন
৪. মোবাইলে ট্রান্সফার করে রিকভারী মুডে যেয়ে ফ্লাশ করুন
ফ্লাশ করার নিয়মাবলীঃ
ক) রিকভারী হিসেবে twrp কে প্রিফার করছি টাচ সহ আরো বেশকিছু সুবিধা আছে এতে। এখানে যেয়ে wipe সিলেক্ট করুন এবং delvik, cache, format, system wipe করুন
***twrp recovery লিঙ্কঃ https://mega.co.nz/#!w8gTnaQS!SW4T-w6_VdMLm3V-3Ml9rUVJKaRUPtE2KkwbGYR0uN8
খ) ব্যাকে যেয়ে ইন্সটল সিলেক্ট করুন এবং Stock Rom.zip ফাইলটা দেখিয়ে দিন।এবং swipe করুন ওবং শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
গ) ইন্সটল হওয়া শেষে delvik এবং cache wipe করুন এবং রিবুট করুন।
৫। রিবুট হওয়ার পর google play store থেকে supersu ডাউনলোড করুন এবং ইন্সটল করুন
৬. এবার google play store থেকে mobile uncle tools ডাউনলোড করুন।
৭. এখান থেকে stock recovery ডাউনলোড করুন। এবং mobile uncle tools দিয়ে ফ্লাশ করুন।
৮. এবার supersu এ যেয়ে নিচের দিকে দেখুন complete unroot অপশন আছে সিলেক্ট করুন এবং রিবুট করুন।
ব্যস কাজ শেষ
কৃতজ্ঞতা স্বীকারঃ
রঞ্জু ভাই ও মোসাব্বির ভাই।
প্রয়োজনেঃ fb.com/russell310
আমি russell310। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার W125 এর জন্য কাষ্টম রোম দরকার। আশা করছি আপনি ইতিমধ্যেই কয়েকটা রোম লাগিয়েছেন তাই আপনাকেই জিজ্ঞেস করছি W125 এ ভাল চলে এবং অনেকটাই Stable এমন কোনো রোম খুজে পেয়েছেন কি?
–আপনার ইমেইল এড্রেস/ ফোন নাম্বার পেলে কথা বলার আগ্রহ ছিল। [email protected]