বাংলা ব্লগিং এর জন্য সাহায্য চাই।

সবাই কেমন আছেন? আজকে একটা দিধায় পরলাম তাই এই পোস্টটি লিখা। আশা করি দেধা হতে মুক্তি লাভ করতে পারব আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে। এখন আসল কথাটা বলি আমি বাংলা ব্লগিং করতে চাচ্ছি। কিন্তু বুঝতেছি না কোন ওয়েব সাইটে ভাল হবে। কোন ওয়েব সাইটে করলে সহজে seo করতে পারব, কোন ওয়েব সাইটে করলে ব্লগটা সুন্দর হবে। আমি মূলত Blogger এ ব্লগিং করি কেননা এতে সহজে ব্লগিং করা যায়। এবং এই সাইটের স্পিডও ভাল। কিন্তু সমস্যা হল এতে seo করা যায় না। ব্লগিং যদি বাংলাই করি আর যদি seo এ প্রথম পেজে না আনতে পারি তাহলে এই ব্লগিং এর কোন অর্থই হয় না। তাই আপনারা আমাকে এমন একটি ব্লগিং এর সাইটে দেন যেখানে ব্লগারের মত সহজে এবং দ্রুত ব্লগিং করা যায় এবং সহজে seo করা যায় এবং এডসেস্নে সাফল্য লাভ করা যায়। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি উপকৃত হব।

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

seo কি?

আপনি নিজের জন্য সাইট তৈরী করতে পারেন।

    মানে?

    মানে হলো আপনি নিজের জন্য নিজস্ব ডোমেইন ও হোষ্টিং এ বাংলা ব্লগ তৈরী করতে পারেন।

    ভাইয়া আপনি আমার কথা টা বুঝেন নাই। আমি বলতে চাচ্ছি যে আমি কোন সাইট তেকে ব্লগ তৈরী করব। মানে blogger, yola ইত্যাদি।

    blogger, yola এইসব এ না খুলে আপনি ফ্রি বা পেইড হোষ্ট এ ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ খুলতে পারেন। চাইলে আপনি আমার সাহায্য নিতে পারেন। আমার ও আমার ডেভেলোপ করা সাইট http://www.bigganprojukti.com/ দেখে আসুন।

আপনি যেহেতু বাংলায় ব্লগ লিখবেন সেহেতু এ্যাডসেন্স সাফল্য মাথা থেকে ঝেড়ে ফেলুন অন্য প্রচেষ্টা চালান। তবে SEO করতে হলে নিজে নিজের সাইট তৈরী করুন। আর এরজন্য আপনিএই ঠিকানা থেকে ১০০% সাহায্য পেতে পারেন।

Level New

vaiya ami tune korte parchina amk tune korar sys ta ki

    কেন কী সমস্যা হয়। বিস্তারিত বলুন দেখী কিছু করতে পারি কি না