N73 মোবাইলের জন্য Maintenance সাহায্য চাই

ভাই আমাকে একটু সাহায্য করবেন। তবে টাকা পয়সা না, একটি সফটওয়্যার দিয়ে। আমার এন সেভেনটি থ্রি N73 মোবাইলটা বেশ কিছুদিন ধরে বার বার অটোমেটিক Restart হয়। আমি কল করলে এক দুই মিনিটের বেশী কথা বলতে পারি না। অমনি সেট বন্ধ হয়ে যায়। এটা হওয়ার কারণে একদিকে যেমন আমার টাকা খরচ কম হয়। কিন্তু গালফ্রেন্ড থাকলে তো......... অবস্থা কি হয় বোঝেন।  এটা কি ভাইরাস না কি সফটওয়্যারের সমস্যা। আমি তাকিয়ে আছি আপনাদের দিকে। খালি হাতে ফিরাবেন না তো ??????????

Level 2

আমি কবিরুল ইসলাম। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

set off kore green button+3+* button hold press kore set on korun

Level 2

ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যে পদ্ধতির কথা বলেছেন সেটা করেছি। কিন্তু আমার যা হওয়ার তা হয়ে গেছে। মানে আমি আমার ফোনের নোটবুকে অনেক গুরুত্বপূর্ন তথ্য সেভ করে রেখে ছিলাম এবং কলরেকর্ড সহ বেশ কিছু প্রোগ্রাম ইন্স্টল করা ছিল তাহা সব ডীলিট হয়ে গেছে। এতে তো সেট ফরম্যাট হয়েছে। আর সেট ফরম্যাট করার জন্য আমরা সাধারণত *#7370# প্রেস করে থাকি। তবুও আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি এন৭৩ ব্যবহার করি।আপনার সমস্যাটি ধরতে পারছিনা।আপনি উপরে বললেন যে হার্ড রিসেট করেও সমস্যা ঠিক হয়নি।সমস্যা আপনার হার্ডওয়্যারে মনে হচ্ছে,সেক্ষেত্রে হার্ড রিসেট করলেও লাভ হবেনা।
আপনি ব্যাটারি চেঞ্জ করে অন্য কোন ভাল ব্যাটারি লাগিয়ে দেখতে পারেন
অথবা রিপেয়ার সেন্টারে নিয়ে যান।

Level 2

ধন্যবাদ, আমিও এখন তাই ভাবছি।

Level 0

vai ami nokia n9 e skype dia video call korte parsina. plz help koren

Level 2

ভাই আমি যতদুর জানি মোবাইল থেকে স্কাইপে ভিডিও কল করা যায় না। আমার এক কলিক অনেক দিন ধরে চেষ্টা করিতেছে কিন্তু কোন লাইন পায় নি। ওর কাছে ই-ফাইভ মোবাইল।

Level 0

change your battery or check ur connecting to battery line or you may stop the vibration when ur incoming call rings. if you check all of the above mentioned tips, hopefully you may solve your problem.

    Level 2

    কানেকশন এবং সেটিংস সব ঠিক আছে।

vai upnar mobile a flash maran insa allah tik hoia jaba

Level 2

ভাই ফ্লাশ কি বুঝলাম না। একটু যদি বুঝিয়ে বলতেন।