Google Adsense এর ব্যাপারে অভিজ্ঞদের পরামর্শ চাই।

প্রায় ২ বছর আগে আমি Google Adsense এ একটা এক্যাউন্ট খুলি। কিন্তু নিজের কোন ওয়েব-সাইট না থাকায় অ্যাড এর জন্য Apply করতে পারিনি। অবশেষে মাত্র ২ সপ্তাহ আগে এই প্রথম ডোমেইন-হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেসে একটি রান্না বিষয়ক পেজ বানাই এবং অ্যাডসেন্সে অ্যাড এর জন্য Apply করি। আমার এই সাইটের মূল লক্ষ্য হল পৃথিবীর বিভিন্ন শেফের বিভিন্ন রেসিপি, খাবার নিয়ে তাদের সুন্দর সুন্দর ডিজাইন, বিশেষ শেফদের পোর্টফোলিও ও যারা নতুন কাজ খুঁজচ্ছে তাদের CV প্রকাশ করা। দৈনিক গড়ে প্রায় ২০০ জন ভিজিটর আমার সাইটই ভিজিট করে থাকে এবং এই সংখ্যা প্রতিদিন-ই বৃদ্ধি পাচ্ছে।

আমার সাইটে এখন পর্যন্ত ১০টি রেসিপি, ১০টি খাবারের ডিজাইন নিয়ে ছবি এবং ২টি CV রয়েছে, যদিও আমি প্রায় প্রতিদিন-ই পোস্ট করে যাচ্ছি। অবশ্যই আমার সাইটের প্রতিটি রেসিপি ইউনিক এবং তা কোন ওয়েব-সাইটে প্রকাশিত হয়নি।

যাইহোক, আমি যেহেতু এই ব্যাপারে নতুন এবং তেমন কোন অভিজ্ঞতা নেই, তাই এখানে যারা বিশেষজ্ঞ বড় ভাইয়েরা আছেন তারা অনুগ্রহ করে আমার সাইটটি দেখে যদি অ্যাডসেন্সের ব্যাপারে কিছু পরামর্শ দিতেন তাহলে খুব উপকৃত হতাম।

আমার সাইটের লিঙ্কঃ http://www.crownedchef.com

ধন্যবাদ।

Level 0

আমি anik07bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

site text thaka lagbe onek. Post type.

Level 0

আপনার সাইটকে ব্যান করেছে কেন? @ shahin ullah

apnake valo maner content, good and simple design, better SEO (Spec. on page) adsense pete help korbe.
ar zodi ekdom notun and apner name adsense a/c chan contact me fb.com/mdmosta3191

Level 0

@Ajit Das: ভাই, এসব ভুয়া সাইটের অ্যাড এইখানে দিয়েন্না।