টেকটিউনে আমার নকল আই ডি এর কথা আপনাদের আগেই বলেছি। আমি ঐ আই ডি এর যন্ত্রণায় অতিষ্ট। কতৃপক্ষ কিছু করেন প্লিজ। সে এখন আবার আমার বর্তমান পিকচার তার প্রোফাইল পিকচার করেছে। আপনারা কিছু করেন প্লিজ। আর নকল ফাগুন রেইনকে বলতেছি, তোমার যদি কোনো বুঝা পড়া তাকে আমার সাথে সরাসরি কর। তুমি যেই হও না কেন আমি কোনো পরুয়া করি না। যদি সাহস তাকে আমার সাথে সরাসরি মোকাবিলা কর। আর কেন এই প্রযুক্তি কে কলঙ্কিত করছ। পারলে মোকাবিলা কর।
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
মডারেটর ভাইকে অতি সত্বর ঘটনা বিস্তারিত জেনে সরাসরি এ্যাকশন নেবার জন্য অনুরোধ করতেছি ।