আমি http://www.yola.com ব্যাবহার করে ওয়েব সাইট এ কাজ করি। এখন আমি হোম পেজকে ব্লগ করতে পারছি না। কিন্তু আমার হোম পেজকে ব্লগ করা দরকার। কিন্তু পারছি না। গত দুই দিন আগে আমার একটা পোস্টে একজন মন্তব্য করেছিলেন। আমি উনার সাইটা দেখলাম ঐ টার হোম পেজও ব্লগ আশা করি উনি আমাকে কিছু জানাবেন যে কিভাবে কাজট করতে হবে। উনার নাম হল Nurjahan। আশা করি ঊনি আমাকে হেল্প করবেন। আর যদি অন্যরা এই বিষয়টি জানেন তারাও হেল্প করবেন। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। আশা করি সাহায্য পাব।
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
Here’s how you can change you home page into a blog page:
1. If you would like to keep the current index page, click on the down-arrow next to “Save” and select “Save As” to save the page with a new name.
2. Click on “New Page”.
3. Name the page “index” and select the “Blog Page” option.
You will get a message telling you that your index page already exists and asking if you want to overwrite it. Say “yes”. This will replace your current index page with a blog page and your site will start on your blog page.
Please click here for a tutorial: http://yola.com/tutorials/blogging .
Please note – While this method allows you to turn a new, blank blogpage into your homepage page, it is not possible to transfer a developed blogpage with content onto your homepage.