হেল্প করুন প্লিজঃ কম্পিউটার অন হচ্ছেনা।

আমি কম্পিউটার চালাতে চালাতে হঠাৎ অফ হয়ে গেল। আর অন হত না। এরপর CPU খুলে র্যাম পরিস্কার করে অনেকবার লাগাইসি আবার র্যাম চেঞ্জও করেছি কিন্তু CPU এর আলো জ্বলে কিন্তু মনিটরে লাইন পায় না। কিন্তু একটু আগে আবার একটা র্যাম এনে লাগিয়ে লাইন দিয়ে দেখি CPU এর দুটি ফ্যানের মধ্যে এই/একটা (লাল চিহ্নিত) ফ্যান ঘুরছে না। এই ফ্যান না ঘুরলে কি কম্পিউটার অন হয় না? আর কম্পিউটার কিভাবে অন করব কেও জানলে প্লিজ বলেন।

Level 0

আমি Ahanaf Akib Mostofa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আপনি যে ফ্যানের কথা বলছেন ঐ ফ্যানটা আপনার পিসিকে ঠান্ডা রাখার জন্য। ওটার জন্য আপনার পিসি চলে না এমনটা না। আপনি প্রথমতো আপনার মনিটরকে অন্যত্র কোথাও নিয়ে চেক করুন। যদি মনিটর ঠিক থাকে তবে পিসির সব কানেকশন খুলে পুনরায় কানেকশন দিন। এতে যদি কাজ না হয়। তবে আপনার হার্ডসিস্কের সাথে একটা জাম্বার আছে সেটা খূলে কম্পিউটার চালু করে দেখুন। তাতেও যদি কাজ না হয় তবে জাম্বার যেখান থেকে খুলেছেন সেখানে আবার লাগিয়ে দিন।

Level 0

আর তাতেও কাজ না হলে পুরা পিসি ছাদ থেকে ফেলে দিন! 🙂 🙂 🙂 🙂

Level 0

Ram টাকে খুলে আবার লাগান ।। Ram এর আলাদা স্লট থাকলে সেটাতে লাগান ।। পাওয়ার প্লাগ এর তারগুলা নাড়া দিয়ে দেখুন … কাজ হলে জানান