ভাই আমার একটা সাইট আছে ওয়ারডপ্রেস এ , আমি আমার সাইটের সার্ভার চেঞ্জ করতে চাচ্ছি্ তাই ডোমেইন নেম নতুন সার্ভারে কিভাবে ট্রান্সফার করে নিব, আর কিভাবে ফুল ডাটা ব্যাকআপ নিয়ে নতুন সার্ভারে নিব আমি আমার সাইটের সি প্যানেল থেকে public_htm ফোল্ডারের সব ডাটা ব্যাকয়াপ নিয়েছি ।আর পি এই পি মাই এডমিন থেকেও ডাটা ব্যাকয়াপ নিয়েছি এখন কি করব । একটু সাহাজ্য করেন ।
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার পুরাতন সার্ভার থেকে Full WordPress Database Export করে নেন। আর যেখানে পুরাতন সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেছেন সেখান থেকে আপনার থিমটি কপি করে নেন। তারপর নতুন সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর, Database Delete করে দেন আর যেটা Export করেছেন সেটা Import করে দেন। আর থিম যেটি কপি করেছেন, সিটি নতুন সার্ভারে ইন্সটল করে দেন।