দয়া করে এরিয়ে যাবেন নাহ!! সাহায্য চাই টিউনার ভাইদের

আমি kaspersky 2013 1yr এর প্যাকেজ নিয়েছিলাম , কিন্তু কিছু দিন হল আমি আমার সিডি এবং activation code হারিয়ে ফেলেছি but আমার কাছে licence kye টা আছে ।এখন কি করলে আমি আবার আমার kaspersky 2013 আবার genuine করতে পারব। আমার বিশ্বাস আমি আমার অবিজ্ঞ ভাইদের সাহায্য পাব। এখনও ২৫০ দিনএর মত ভ্যালিডিটি আছে। সাহায্যর অপেক্ষায় থাকলাম।

Level 0

আমি tonmoy24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কথাটা ঠিক করে বলেন। একটিভেশন হারিয়েছেন কিন্তু licence kye আছে । মানে কি????

Level 0

ভাইয়া activatio code যেটা সিডি এর সাথে packate এ দেয়া থাকে ওটা হারিয়ে ফেলেছি। যখন আমি packate এ দেয়া কোড দিয়ে অ্যাক্টিভ করি তখন আমায় একটা licence kye দেয়া হয়।আপনি যদি kaspersky ব্যাবহার করেন তাহলে দেখে থাকবেন যে licenceing e ক্লিক করলে একটা kye paben.

Level 0

ভাই আপনি আপনার কাস্পেরস্ক্য এর official web site হতে যে ভার্সন আপনার কম্পিউটার এ ব্যাবহার করতেন সে ভার্সন ডাউনলোড করে অ্যাক্টিভ করে নিন। কাজ হবে ১০০০% আশা করি কাজ হলে আমাকে থাঙ্কস দিয়েন।

Level 0

ভাই তার জন্যতো আমার activation code দরকার but সে্টা তো আমার কাছে নাই

activation code একটাই প্রিন্ট হয়। যা আপনার কাছেই থাকে। licence kye ট্রাকিং করা যায় না।