ভাইজানরা আমার সখের একটি অ্যান্ড্রয়েড ফোন XPERIA mini pro (SK17i)। আমি ফোনটিতে ফ্লাস টুলের মাদ্ধমে ফর্মওয়্যার আপডেট করে 4.0.4 (ICS) করতে পেরেছি। এবং ফোনটি রুট করতে পেরেছি।
কিন্তু আমি আজও আমার ফোনটির Boot-loader আনলক করতে পারিনাই। Boot-loader আনলক না থাকায় আমি কোন প্রকার কাস্টোম রোম ইস্টল করতে পারছিনা। কিন্তু আমি আমার ফোনের মত সেম ফোনে কাস্টোম রোম ইন্টল করতে দেখেছি।
আমার ফোনের ডিটেল ---
Sony Ericsson XPERIA mini pro
Model - SK17i
ভাইজানরা প্লিজ আমাকে একটি সঠিক উপাই দেন যাতে আমি আমার ফোন কাস্টোম রোম ইস্টল করতে পারি।
আমি শাহ্নেওয়াজ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া একটু কষ্ট করে ভালভাবে পড়ে ষ্টেপ বাই ষ্টেপ অনুসরন করুন… আশা করি পারবেন। লিংক দিচ্ছি
http://unlockbootloader.sonymobile.com/