গতকাল হঠাৎ আমার পিসির একটা ড্রাইভ ব্লক হয়েগেছে কিছু শো করছে না। এটা উইন্ডেজ সেটাপ দিলে ঠিক হবে না অন্য কোন সমস্যা অভিজ্ঞরা সাহায্য করবেন। খুব সমস্যায় আছি আমার জরুরী ফাইল রয়েছে ওই ড্রাইভে। পিসিতে ভাইরাসের কোন সমস্যা নাই। ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার ক। ওই ড্রাইভে ক্লিক করলে access denied লেখা আসে। ড্রাইভের ক্যাপাসিটি শো করছে না।
আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপিউটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক
আপনার ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি আন ইনিসটল করেল হতে পারে।