জরুরী হেল্প চাই, বিপদে আছি!

গতকাল হঠাৎ আমার পিসির একটা ড্রাইভ ব্লক হয়েগেছে কিছু শো করছে না। এটা উইন্ডেজ সেটাপ দিলে ঠিক হবে না অন্য কোন সমস্যা অভিজ্ঞরা সাহায্য করবেন। খুব সমস্যায় আছি আমার জরুরী ফাইল রয়েছে ওই ড্রাইভে।  পিসিতে ভাইরাসের কোন সমস্যা নাই। ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার ক। ওই ড্রাইভে ক্লিক করলে access denied লেখা আসে। ড্রাইভের ক্যাপাসিটি শো করছে না।

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি আন ইনিসটল করেল হতে পারে।

Level 0

BAD সেক্টরে সমস্যা হলে ঠিক করা সম্ভব। কিন্তু আপনি যে সমস্যার কথা বলছেন এটা সেই ধরনের কোন সমস্যা যা কোন DRIVE ডিলেট করলে হয়। শুনতে খারাপ লাগলেও এটা সত্য যে যদি আমার ধারনা ঠিক হয় তবে আপনার সাধের ফাইল গুলো হারাতে হবে। FILE RECOVERY MANAGER ব্যবহার করলে হয়তো কিছুটা ক্ষতি এড়াইতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। Plz, কাজ শেষে Feedback জানাবেন।

Level 0

Go to that drive then right click go to properties then security tab then go to Advance button then go to Owner tab then chang your ownership to administrators(click replace owner checkm box).After finish then click ok .
যদি এটা কাজ না করে তবে আমাকে জানাবেন আরও একটা পদ্ধতি আছে পড়ে জানাব।

    @sagor123: ভাই এটায় কাজ হল না। আর যদি কোন পদ্ধতি থাকে সাহায্য করবেন হার্ডডিস্কে ব্যাড সেক্টর ধরা পড়ছে। ধন্যবাদ