আপনাদের সাহায্য চাই, অনুগ্রহ পূর্বক একটু সাহায্য করুন।

সাহায্য কলামে এটাই আমার প্রথম টিউন। মূলত একটি সমস্যাতে পরে এই টিউনটি করা। আশা করি এই টিউনের মাধ্যমে আমি উপকৃত হব।
আসল কথায় আসা যাক। আমার একটি ব্লগ আছে আর তা হলে ব্লগস্পটে। এই ব্লগে প্রায় ৩০ দিন ধরে কাজ করতেছি। পোস্ট সংখ্যাও প্রায় ৩০ টি এবং এর এড্রেস হল http://www.tfortechnic.blogspot.com এখন ভাবতেছি গুগল এডসেস্ন এর মাধ্যমে আয়ের চেষ্টা করব। কিন্তু শুনেছি অনেকেই আবেদন করেও একাউন্ট পায় না। আমি কী এই অবস্থায় আবেদন করব। বলে রাখা ভাল যে এই সাইটের ১০ টা লিংক গুগল ইনডেক্স করেছে। আশা করি আপনারা আমাকে জানাবেন যে এখন আমি আবেদন করব কি না? আর যদি এখন আবেদন না করি তাহলে এখন আর কী কী করতে হবে। সবাইকে ধন্যবাদ। একটি ভাল সমাধান দিলে আরো খুশী হব।

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাইট দেখলাম ।হুম এখন আবেদন করতে পারনে । আশা করি আবেদন একসেপ্ট হবে । আর কোন সমস্যা হলে জানাবেন ।

Level 0

Kiso mone korben na bangla likhte parlam na,

Apnar site ta valo holeo apnar ekta bisoy jana khuboi darkar seta holo Google ekhon blogspot e adsense dite onek karponno korse.ti cesta koron valo ekta domain nite ebong seta ei blog e host korte paren tarpor adsense e apply koron ntoba aro 2 month wait koron tarpor adsense e apply koron.

are kono question takle amake comment er maddome janete paren.Asa kori apnar adsense e taratari account hoe jabe.

    কোনো সমস্যা নেই ভাইয়া। আমি ইংরেজী পড়াও পারি। আমিও শুনেছি যে গুগল এখন সমস্যা করে। কিন্তু আমি ভাই ছাত্র মানুষ ডোমেইন কী করে নিব। আসলে শখের বসে ব্লগিং করি। যদি বিনা পয়সায় কিছু জানা থাকে তাহলে বলেন।

    আসলে ঘটনা হচ্ছে পুলাপান ২ টা পোস্ট দিয়েই এ্যাডেসেন্স এর জন্য আবেদন করে বসে এজন্য আবেদনগুলো রিফিউজ হয়ে যাচ্ছে ২০-৩০ পোস্ট আর ব্লগের মেয়াদ মোটামুটি এক- দুই মাস হলেই আবেদন গ্রহন করে নেয় । মুল ব্যাপারটা তারা দেখে যে আপনি আসলেই ব্লগিং করবেন নাকি ঝুকের মাথায় ব্লগ খুলেছেন ।

আমার এটা দুই মাস হয় নাই তবে এক মাস হয়ে গেছে।