সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি ”আমিরুল ইসলাম” ।
আমি এ বছর HSC পরিখ্খা দিয়েছি।তাই এ অবসর সময়টাতে কিছু শিখতেচাই। তাই অভিঙ্ঞ ভাইদের কাছে পরামর্শ চাচ্ছি ।
আমার সপ্ন আমি একজন প্রোগ্রামার হবো,তাই প্রাথমিক ধাপ হিসাবে আমি গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব পেজ ডিজাইন শিখতে চাই।কিন্ত কিভাবে কোথা থেকে শিখব কিছু জানি না।কিভাবে কি করলে ভালো হবে তা জানতে চাচ্ছি অভিঙ্ঞ ভাইদের কাছে।
ঢাকা বা নারায়নগন্জ্ঞ এর ভিতর কোন প্রতিষ্ঠান ভালো ,বা কোন অভিঙ্ঞ ভাই যদি শিখাতেচান তাহলে দয়াকরে আমাকে জানাবেন।
আমি এ বিসয়ে খুব আগ্রহী।
মোবাইল : 01674888468
কিভাবে,কোথাথেকে বা কোন প্রতিষ্ঠান থেকে শিখতে পারবো এ সম্পর্কে অভিঙ্ঞ ভাইরা আমাকে ছোট ভাই হিসেবে পরামর্শ দিলে উপকৃত হব।
লেখায়া ভুল থাকলে মার্জিত চোখে দেখবেন ।
আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।