সম্প্রতি আমি একটা বিশাল সমস্যার মধ্যে পড়েছি ॥ দু দিন আগে আমি আমার ডেল ল্যাপটপ এ উবুন্তু দিতে গিয়ে ..ভুল বসত .. হার্ড ডিস্ক এর সকল কিছু ডিলীট করে ফেলেছি ॥ ডাটার পরিমাণ ছিল 410 GB এর মত ॥ এর মধ্যে আমার কিছু গোপনীয় এবং আমার ওয়েবসাইট এর কিছু প্রয়োজনীয় ফাইল ছিল যেগুলো না হলেই নয় ... এবং অনেক সফ্টওয়্যার ছিল যা ছাড়া আমি অচল ॥ techtunes এর অনেক ট্রিকস ছিল যা নতুন করে সংগ্রহ করা অসম্বভ॥ তাই কেও যদি বলে দিতেন কিভাবে আমি আমার ডাটাগুলো ফিরে পেতে পরি ॥ অবশ্য আমি দুটি রিকভারি সফট ব্যবহার করেছি (recova, rocover my file pro) ... আরও অন্য কোনও উপায় আছে কী ,যার দ্ধারা আমি আমার মুল্যবান ফাইল গুলো ফিরে পেতে পরী ... টেক admin কে বলি - ভাই দয়া করে আমার পোস্ট টি কে pending এ রাখবেন না ॥ আমার সাহায্য খুবই দরকার ॥ সবাই ভাল থাকবেন ॥
facebook e ami : facebook.com/eshojanicom
এর আগে আমি( রেজওয়ানুর রহমান ) এই পোস্ট টি পড়ে উবুন্তুর প্রতি ঝুকেছিলাম ::::::
প্রকাশিত হয়েছে উবুন্টু নিয়ে প্রথম বাংলা ইবুক ''সহজ উবুন্টু শিক্ষা''। বইটি লিখেছেন আদনান কাইয়ুম (সাইবারস্পেসে অভ্রনীল বলে পরিচিত) এবং সম্পাদনা করেছেন রেজওয়ানুর রহমান পান্থ। বইটি সম্পূর্ণ ফ্রি। ১৫২ পৃষ্ঠার এ বইতে রয়েছে ৫ টি অধ্যায়। লিনাক্স ও উবুন্টুর ইতিহাস, লিনাক্স ও উবুন্টুর মধ্যেকার সম্পর্ক, উবুন্টু কী ও কেন, ইন্সটলেশন, ব্যাবহার ইত্যাদি সকল কিছুই এখানে আলোচনা করা হয়েছে যা একজন উবুন্টু সম্পর্কে আগ্রহী ব্যাক্তিকে যথেষ্ঠ সাহায্য করবে। সবচেয়ে বড় কথা, বইটির ভাষা এতটাই প্রাঞ্জল যে বইটি পড়তে আপনি কখনই বোর ফিল করবেন না।
বইটি নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে নিন। সাইয ৬.৮১ এমবি।
https://www.dropbox.com/s/t2mix0fwg4c307d/Shohoj%20Ubuntu%20Shikkha.zip
বইটি যিপ করে দেওয়া হয়েছে। ডাউনলোডের পর যিপ ফাইলটি আনযিপ করুন এবং বইটি উপভোগ করুন। আনযিপ করার জন্য ডাউনলোড করা ফাইলটির ওপর রাইট ক্লিক করে Extract All-এ ক্লিক করুন এবং নতুন উইন্ডো আসলে Next-এ ক্লিক করুন।
এ বইটির একটি সংশোধিত রিপ্রিন্ট বের হয়েছে।
আমি zealous khokon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকনোলজি কে ভালবাসি । ভালবাসি টেকনোলজি এর সাথে সময় কাটাতে । নিজে যেটুকু জানি তা জানতে চাই অন্যকে ।
Undelete pro দিয়ে চেষ্টা করতে পারেন।
Preactivated Version এখানে পাবেন
http://sophisticatedpc.wordpress.com/2012/11/25/undelete-pro/