অফটপিক( পরামর্শ চাই) ল্যাপটপের র‌্যাম বাড়ালে কেমন কার্যকরী হবে?

আমার ল্যাপটপ Compaq Presario CQ43. Celeron dual core 2.1GHz, RAM 2GB. ভারি কোন কাজ করা যায় না। ল্যাপটপের বয়স প্রায় ২ বছর হতে চলল এখন আরো বেশি স্লো হয়ে গেছে। তাই এখন ২ জিবি র‌্যাম লাগাতে চাচ্ছি, এতে ল্যাপটপ কতটুকু ফাস্ট হতে পারে? বা আমার এই কনফিগারের জন্য কতটুকু সহায়ক হতে পারে ?প্লিজ আপনার যদি জানা থাকে তাহলে আমাকে একটু তথ্য দিয়ে সাহায্য করুন। ধন্যবাদ

Level 0

আমি এস এম মিশকাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মনে হয় না তেমন কোনো উপকার হবে।দেখুন অন্যান্য অভিজ্ঞরা কি বলেন এ ব্যাপারে!

Level 0

অনেকটা আপনার মত ল্যাপটপ আমার ছিল। সাথে ৪জিবি র‍্যাম। মোটামুটি ভালই চলত। তবে আপনার এই ল্যাপটপে র‍্যাম বাড়িয়ে তেমন কোন লাভ হবে বলে মনে করি না। কারন বেশিরভাগ সফটওয়্যারগুলো চালাতে ২জিবি র‍্যাম এর বেশি লাগে না। যদি খুব বেশি গেমস খেলেন বা ৩ডি সফটওয়্যার চালান তাহলে লাগতে পারে। আপনার প্রসেসর খুব বেশি পাওয়ারফুল না হওয়াতে এক্সট্রা র‍্যাম না লাগানোর পরামর্শ দিচ্ছি। ২জিবি যথেষ্ট।