আমার PC চালু হচ্ছে না। কেউ সাহায্য করেন……।।

সব ঠিকঠাক ছিল, হঠাৎ  CPU এর পেছনে একটা সাউন্ড হইলো আর সব বন্দ হয়ে গেলো।

তারপর CPU খুলে ময়লা আবর্জনা সরালাম, সবকিছু পরিস্কার করে লাগালাম ।

তারপর PC চালু করলাম লাইট জ্বলল, ফ্যান গুরল, প্রসেসর এর ফ্যান ও গুরল।

কিন্তু  মনিটর এর কোন লাইন আসলো না ( মনিটর চেক করছি ঠিক আছে )।

সোজা কথা CPU চলে কিন্তু মনিটরে  লাইন আসে না।

এখনও কি করা যায় একটা পরামর্শ  চাই...।।

Level 0

আমি ওয়াজেদ বিন রাজ্জাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Check the RAM

র‍্যাম টা খুলে অন্য স্লটে লাগিয়ে দেখুন। আশা করি কাজ হবে।

Level 0

ভাই সর্ব প্রথম আপনি একটি কাজ করতে পারেন সেটি হল র‌্যাম চেক করা। এর জন্য প্রথমে সি.পি.উ টা খুলে র‌্যাম টা খুলে তারপর কম্পিউটার স্টাট করেন যদি বিপ মানে কম্পিউটার একটি সাইন্ড করতে যদি করে তাহলে মনে করবেন যে আপনার র‌্যাম টা নষ্ট যদি না করে তাহলে মনে করবেন যে আপনার কম্পিউটারের মাদারবোর্ড এ সমস্যা রয়েছে। করতে পারেন যদি বিপ দেয় তাহলে র‌্যাম টা একটু রাবার দিয়ে ঘষে মুছে তারপর লাগিয়ে দেখতে পারেন ঠিক হলে হয়ে যেতে পারে। দরকার হলে নিচের নাম্বারটিতে ফোন করতে পারেন——01740497296

মনিটরে গ্রাফিক্স কার্ড লাগানো থাকলে মনিটরের লাইন বিল্ট ইন এ দিয়ে দেখুন।র‍্যাম খুলে লাইন দিয়ে দেখুন এবং র‍্যাম পরিস্কার করে লাগিয়ে দেখুন।আপনি কি বায়োস আপডেটের কোন চেষ্টা করেছিলেন?

Level 0

Ram টাকে খুলে আবার লাগান ।। Ram এর আলাদা স্লট থাকলে সেটাতে লাগান ।। পাওয়ার প্লাগ এর তারগুলা নাড়া দিয়ে দেখুন … কাজ হলে জানান