সব ঠিকঠাক ছিল, হঠাৎ CPU এর পেছনে একটা সাউন্ড হইলো আর সব বন্দ হয়ে গেলো।
তারপর CPU খুলে ময়লা আবর্জনা সরালাম, সবকিছু পরিস্কার করে লাগালাম ।
তারপর PC চালু করলাম লাইট জ্বলল, ফ্যান গুরল, প্রসেসর এর ফ্যান ও গুরল।
কিন্তু মনিটর এর কোন লাইন আসলো না ( মনিটর চেক করছি ঠিক আছে )।
সোজা কথা CPU চলে কিন্তু মনিটরে লাইন আসে না।
এখনও কি করা যায় একটা পরামর্শ চাই...।।
আমি ওয়াজেদ বিন রাজ্জাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Check the RAM