Windows 7 এ অটোমেটিক ইন্টারনেট ব্যবহার স্থায়ী ভাবে বন্ধ করতে পারতেছি না।

হা ভাই আমি Windows 7 এ ভাইরাস আপডেট এবং Windows আপডেট বন্ধ করে রেখেছি। তার পর ও ইন্টারনেট কানেক্ট হওয়ার সাথে (কোন ব্রাউজারে না প্রবেশ করতে) সাথে আমার স্পীড 200 কে.বি.পি.এস. থাকে ।
আমি Start থেকে Service এর পর Background Intelli..... প্রতিবার কম্পিউটার চালু হওয়ার পর Disabled করলে আর অটোমেটিক ইন্টারনেট ব্যবহার হয় না। আমি চাই একবার Disabled করতে, যাতে কম্পিউটার চালু হলে বার বার আর করা না লাগে এমন কোন ব্যবস্থা কি আছে?

Level 2

আমি ওহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার মনে হয় অন্যান্য সফটওয়্যার এর আপডেট চালু করা আছে এই আপডেট বন্ধ করতে আপনি এই http://www.softpedia.com/dyn-postdownload.php?p=217115&t=4&i=1 সফটওয়ার টা ডাউনলোড করে সব গুলার আপডেট Disable All করে দিন তার পর পিসি রিস্টার্ট দিন তারপর দেখেন