Dell N-4110 মডেলের ল্যাপটপ।
সমস্যা হল, ল্যাপটপ অন করার পর অপারেটিং সিস্টেম নট ফাউন্ড দেখাচ্ছে। Clt +Alt+ delet কয়েকবার চাপার পর চালু হয়। তবে গতি খুবই কম প্রায় হ্যাং হয়ে যাচ্ছে। আর ভিডিও ঠিকমত চলে না। কি ধরণের সমস্যার কারণে এটা হচ্চে জানালে খুশি হব। ডেলের সার্ভিস সেন্টার কোথায় সেটাও জানা প্রয়োজন।
আমি শুভো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন করে OS সেটাপ দেন আশা করি ঠিক হয়ে যাবে