ডোমেইন এবং ওয়েব হোস্টিং এর ব্যপারে সাহায্য চাই

আমি একজনের কাছ থেকে ডোমেইন এবং হোষ্টিং ক্রয় করে তার কাছেই আবার ওয়েব ডিজাইন করার জন্য দিয়েছি। এখন

আমি তার কাছ থেকে সমস্ত খরচ পরিশোধ করে  ডোমেইন এবং হোষ্টিং এর এাডমিন ক্ষমতা তার কাছ নিব, সম্পূর্ন ক্ষমতা আমার নিতে হলে ডোমেইন এবং হোষ্টিং এর কিকি অপশন তার কাছ থেকে জেনে নিতে হবে। যেন তার কাছ কোন ক্ষমতাই না থাকে, যেন তান কাছে আমার কোন ধরণা না দিতে হয়।

Level 0

আমি ফারহান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Password Change করুন তাহলেই হবে।
যদি Hosting/Domain লাগে তাহলে যোগাযোগ করতে পারেন।
মোবাইলঃ ০১৭১৩২৭১৬০৩
ফেসবুকঃ http://www.facebook.com/ahmedbinmusa

আপনি যার থেকে হোসিং এবং ডোমেইন কিনেছেন। সে যদি সেই হোসিং এর একজন রিসেলার হয়ে থাকে তাহলে সে সব সময়ই আপনার বা অন্য কারো সাইটের নিয়ন্ত্রনের ক্ষ্মতা রাখে। এতে আপনার কিছু করার নেয়। আর আশা করি সে এমন করবে না।

অনার থেকে ডোমেইন হোস্টিং কন্টোল প্যানেল বুজে নেন । আশা করি সমস্যা হবে না। কারন কোন প্রোভাইডার তার ক্লায়েন্ট এর ওয়েব সাইটের ক্ষতি করে না ।

আপনি প্রথমে আপনার কন্ট্রোল প্যানেলে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করুন। এরপর ইমেইল ঠিকানা পরিবর্তন করুন। অন্যান্য ftp পাসওয়ার্ড, Mysql পাসওয়ার্ড, স্ক্রিপ্ট পাসওয়ার্ড ইত্যাদি পরিবর্তন করুন। তাহলে কোনভাবেই আপনার হোস্টিং সে পাবেনা। তবে ডোমেইন এর ব্যাপারে আগে খেয়াল করে দেখুন কোন ইমেইল দিয়ে রেজিস্টার করা। যদি আপনারটা দিয়ে হয় তাহলে সমস্যা নেই পাসওয়ার্ড পরিবর্তন করলেই হবে। তবে যদি অন্য ইমেইল ঠিকানা দেয়া থাকে তাহলে ১বছর অপেক্ষা করতে হবে ডোমেইন ট্রান্সফার করার জন্য। ততদিন পর্যন্ত ব্যবহার করুন শুধুমাত্র পাসওয়ার্ড পরিবর্তন করেই। আর কোন সার্ভিস প্রোভাইডার কখনও ক্লায়েন্টের ক্ষতি করতে চায়না ঠিকই তবে কিছু জিনিস নিজের হাতে রেখে দেয়। ধন্যবাদ।

Domain and hosting Transfer kore onno provider er kase chole jan tahole solution hoye jabe