পাবনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র মোঃ হাশেম আলী (পামেক-০৩, রোল-৪০, সেশন- ২০১০-২০১১) দুরারোগ্য ক্যারোলিস রোগে আক্রান্ত। বর্তমানে তাঁর লিভার (যকৃত) অকেজো হয়ে গেছে। এ মুহূর্তে তাঁর লিভার প্রতিস্থাপন অপরিহার্য। অপারেশনের জন্য জরুরী ভিত্তিতে ৬০লক্ষ টাকার প্রয়োজন। এই মুহূর্তে তাঁর পরিবারের পক্ষে এত টাকা একসঙ্গে জোগাড় করা অসম্ভব। মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা তার জন্য সহোযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়াও সমাজের হৃদয়বান ব্যাক্তিবর্গকে এই মেধাবী শিক্ষার্থীর জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে।
সাহায্যের জন্য যোগাযোগ :
মোঃ হাশেম আলী (০১৭৪৩-২৭৩০৫১),ইসলামী ব্যাংক হিসাব নং- ২৯৯৬৯, পাবনা শাখা ।
বিকাশ হিসাব নং – ০১৬৮৫৭৬৪৮৯৮ , ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নং- ০১৭১৬৭০৫৪১৮৩
অথবা, লিমন পারভেজ (০১৭১৬৭০৫৪১৮) ,সাধারণ সম্পাদক, সন্ধানী পাবনা মেডিকেল কলেজ ইউনিট।
আমি ডা মোঃ হাসিবুল হাকাম ইবনে সামাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dr MD HASSIBUL HAKAM IBN SAMAD MBBS,MpH(PUBLIC HEALTH) PUBLIC HEALTH SPECIALIST
আশাকরি বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।