ভাই গুগল এডসেন্স এর একাউন্ট ওপেন করলে যে Page views শো করে অইটা কি আমার সাইটের টোটাল পেজ ভিউ নাকি ভিজিটর। আর যদি পেজ ভিউ হয় তবে আমার দিনে ১১০০-১২০০ পেজ ভিউ হয় যেটা গুগল এনালাইসিস এ শো করে আর এডসেন্স এ ঢুকলে দেকায় মাত্র ১০০-২০০। তাহলে আমার এডসেন্স একাউন্টে এত কম শো করে কেন কি কারন , প্লিজ আমাকে একটু জানান । আমি আমার সাইটা ওয়ার্ড প্রেস দিয়া বানিয়েছি।
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার এডস যদি তিনটা প্লেসে লাগানো হয় এর যদি পেজ ভিউ ১০০ হয় তাহলে ১০০x৩=৬০০ ইম্প্রেসন এর মত দেখাবে।