Moneybookers (Skrill) বিষয়ে জরুরি সাহায্য চাই।

আসসালামু আলাইকুম, সন্মানিত টেকটিউনস ভাইদের দৃষ্টি আকর্যন করছি৷ টেকটিউনস এ আমি নতুন তাই ভুল হলে ক্ষমা করে দেবেন প্লিজ। আমার একটি address verify করা moneybookers (Skrill) account আছে। আমার সেই account থেকে ব্যাংক account এ $ withdraw করতে চাই। আমার Dutch Bangla Bank এর যে শাখায় account আছে সেই শাখার SWIFT CODE নাই সেক্ষেএে আমি কিভাবে আমার Bank Account এ $withdraw করব। জানালে অনেক উপকার হত।  ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি ARIF MAHABUB। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student of Diploma-in-Engineering.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি DBBL এর যে SWIFT CODE আছে(DBBLBDDH) ঐটা দিলেই হবে। কারন DBBL অনলাইন ব্যাংকিং হওয়ায়। যেকোনো ব্রাঞ্চ এ টাকা আসলে আপনার account এ transfer করে দেওয়া হবে।

    @xcuseffr: ধন্যবাদ ভাইয়া।

    @xcuseffr: ধন্যবাদ ভাইয়া। ভাই আমি DBBLBDDH এই SWIFT CODE add করে আমার Bank Acccount এ $14.00 withdraw দিলাম সেক্ষেএে আমার ব্যংকে টাকা আসতে কতদিন সময় লাগবে। আর আমার ব্যাংক Account কি Automatically Verify হয়ে যাবে।

SWIFT CODE DBBLBDDH
amar verified account asseee

ভাই আমি DBBLBDDH এই SWIFT CODE add করে আমার Bank Acccount এ $14.00 withdraw দিলাম সেক্ষেএে আমার ব্যংকে টাকা আসতে কতদিন সময় লাগবে। আর আমার ব্যাংক Account কি Automatically Verify হয়ে যাবে।

http://bankinfobd.com/banks/swift_codes

Just Visit this site. You will get swift code of every bank of Bangladesh. R bank a tk transfer hote 7 days time ney.

    @shahriyar31: ধন্যবাদ ভাইয়া। আর আমার ব্যাংক Account কি Automatically Verify হয়ে যাবে।

    @shahriyar31: আমার NAOGAON Branch এ Account আছে। সেই Branch এর SWIFT CODE নাই।

ভাই ৩/৪ দিন সময় লাগে। আর ভেরিফাই এর জন্য আপনাকে একটা রেফারেন্স কোড দিবে, যেটা আপনার ব্যাংক স্টেটমেন্টে পাবেন। আপনার ব্যাংক এর যেহেতু নিরদিস্ত সুইফট কোড নাই, তাই এই কোড পাবেন না মনে হয়। (আমিও পাইছিলাম না তাই বললাম।) সেক্ষেত্রে স্টেটমেন্টের স্ক্যান করা কপি আপলোড করে দিলে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে।