এক্সপেরিয়া রে মোবাইলকে মডেম হিসেবে ব্যবহার করতে চাই???

আমি আমার মোবাইলকে মডেম হিসেবে ব্যবহার করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে...

১. কিভাবে মডেম হিসেবে ব্যবহার করবো???
২. এতে মোবাইলের উপর অতিরিক্ত কিরকম প্রেসার পরবে???
৩. এতে মোবাইলের কোনো রকম সমস্যা হবে কিনা???
৪. কি রকম সমস্যা হতে পারে???

মডেলঃ এক্সপেরিয়া রে...

এই ব্যাপারে অভিজ্ঞ টিউনারদের দৃষ্টি আকর্ষন করছি.............................. প্লিজ হেল্পান ভাই...

Level 0

আমি রেডিও বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

nai


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

(১) ইউএসবি ওয়্যার দিয়ে মোবাইল টু পিসি কানেক্ট করুন এর পর মোবাইল এ সেটিং more তারপর tethering & portable hotspot এর পর usb tethering চেক করুন কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার পিসি তে ড্রাইভার ইন্সটল হবে, সব কিছু ঠিক মত সম্পরন করতে পারলে নেট কানেক্ট হবে, (২) আর একটা কথা অ্যাক্সেস পয়েন্ট সেট করার পদ্ধতি more এ যেয়ে mobile network এর পর access point name ডান দিকে প্রেস করে নিউ apn সেট করে নিন, gpinternet এ রকম উপরের লাইন এবং দিতিও লাইন ওকে করে বেরিয়ে আসুন(৩) access point এর উপরের লাইন এ data enable চেক করুন, মোবাইল এ কোন সমস্যা হওয়ার কথা না আমার কোন সমস্যা হয়নি,

apnake o dhonnobad

না কোন সমস্যা নাই তবে খোলামেলা জায়গায় রাখবেন বাতাস যেন লাগে,এবং দীর্ঘক্ষণ না চালানো ভালো