কিছু মানুষের কিছু প্রশ্নের উত্তর না দিতে পেরে আজকের আমার এই টিউন করা। আজ খুব খারাপ লাগছে আমার। চোখের সামনে সকল লেখা যেন কষ্টে ঝাপসা লাগছে। উদাসীন মনে বসে আছি টেকটিউনসের সমনে… এ সব প্রশ্নের উত্তর আমি কি দিব? কেউ বলছে আমি S.S.C পরিক্ষার্থী, এসব করে খেলাধুলার সময় নষ্ট করছো কেন? কি লাভ তোমার এসব টিউনিং-ফিউনিং করে, কোন টাকা-পয়সা পাউ কি? এখানে তোমার যা সম্মান তা কেবল মাত্র তোমাকে পটানোর জন্য দেখানোর জন্য, প্রকৃত সম্মন নয়…
টেকটিউনস পরিবারে সবচেয়ে ছোট টিউনার আমি। খুব সামান্য প্রশংসায় খুব খুশী হই, খুব অনুপ্রেরণা পাই। যে সব প্রশ্নের সমক্ষিন আজ আমি হয়েছি তা কিছু অবাঞ্চিত সামান্য পরিচিত কিছু মানুষের কথায়। আমি আমার সকল চেষ্টা দিয়ে নিঃস্বার্থক ভাবে টিউন করতে থাকবো। যদি হঠাৎ কোন ঝড়ে হরিয়ে যাই এই টেকটিউনস থেকে সেদিন আমার মনে তৈরি হবে একটি নতুন টেকটিউনস…
জানি না এ টিউনটি করা আমার ঠিক হলো কি না, তবে আমি কেবল মাত্র আমার বর্তমান অবস্থাকে বোঝাতে চেয়েছি। মডারেটরগন ইচ্ছে করলে এটি মুছে দিতে পারেন।
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
ভাইয়া,
মাইন্ড করো না। গত তিন বছরের অভিজ্ঞতা থেকে বলছি- কথাগুলো সম্পূর্ণ ঠিক। খামাখা এর পেছনে ছোটার মানে হয় না। তবে মন বলে একটা জিনিস আছে। সেটার সন্তুষ্টির জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়। টেকটিউনস বা অন্যান্য ব্লগকে খেলার মতো নাও, পেশা হিসেবে না। তুমি জান, খেলতে তোমার ভাল লাগবে, কিন্তু অনেক সময় অপচয় হবে। কাজেই পড়াশোনা ঠিক রেখে এটাকে খেলার মতো করে নাও। পড়ার ফাঁকে সময় পেলে এখানে আসিও নাহলে আসার দরকার নাই- ব্যক্তিগতভাবে এটাই আমার পরামর্শ।
তোমার সুবিধার জন্য আমি একটা রুটিনের মতো বানিয়ে দিচ্ছি। ফলো করার চেষ্টা করো।
টেকটিউনসে আসবা বিকেল ৫ টায়। এক ঘন্টার ভেতর যে যে পোস্ট পড়া বা লিখা দরকার তা কমপ্লিট করে ফেলবা। কোনমতেই ৭ টার বেশি সময় পর্যন্ত নেটে থাকবা না। কঠোরভাবে এটা ফলো করার চেষ্টা কর।
বাকি সময়টা পড়াশোনায় দাও। এগুলোর অনেক সময় পাওয়া যাবে পরে। কিন্তু পড়াশোনার সময় পাওয়া যাবে না। শুভ কামনা রইলো ভাইয়া।