আমি এন্ড্রয়েড মোবাইল কিনে বিপদে আছি, আমাকে কেউ সাহায্য করবেন?

আমি সিম্ফনি W20 মডেলের একটি এন্ড্রয়েড মোবাইল কিনেছি। কিন্তু আমার অনেক সমস্যা দেখা দিয়েছে আমার সমস্যা
কোন গেইম খেলতে পারিনা, কারন গেইম ইনষ্টল করলে ফোন মেমরী ফোল দেখায়। তারপর ফোন মেমোরী থেকে কিছু software Uninstall করলেও একই সমস্য থাকে। আমি কিভাবে আমার এস.ডি কার্ডে install করব । যদি কেউ ঝানেন তাহলে আমাকে সাহায্য করুন। আমার মোবাইল রোট করিনি, আমি রোট করা বুঝিনা, যদি কেও অত্যান্ত সহজ পদ্ধতিতে রোট করা জানেন তাহলে আমাকে সাহায্য করেন। তাছাড়া মোবাইলে চার্জ বেশিক্ষন থাকে না, আমি এই মোবাইলটা কিনে অনেক বিপদে আছি। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন।

Level 0

আমি Rafiqul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

phone root koren vai. amio w20 use kori.

Level 0

Install এর পরে
Sttings >> Applications >> Manage Application এ যাবেন, সেখান থেকে যে Games বা Application কে SD Card এ নিতে চান সেটি নির্বাচন করুন, দেখতে পাবেন Move to SD Card option আছে।

ব্যাস কাজ শেষ।
তবে হ্যাঁ সব App আপনি চাইলেও Move করতে পারবেন না। আর যেঁগুলো Move করতে পারবেন সেগুলোর জন্যেও ফোনের কিছু Internal memory লাগবে।

Root করলে ফোনের Warranty থাকবে না।