ল্যাপটপে Windows 7 সেট আপ সমস্যা, বিনীত সাহায্য চাই।

প্রিয় ভাইবোনেরা,

খুব বিপদে আছি, সাহায্য প্রার্থনা করছি।

আমার ল্যাপটপ Asus k4oij.

ল্যাপটপে আগে কখনো Window 7 সেট আপ দেইনি।

তারপরেও সাহস করে CD ঢুকিয়ে Restart করলাম।  Booting হলোনা।

অতঃপর  1st Booting: CD/DVD সেট করে, পুনরায় Restart করলাম। এবারো Booting হলোনা।

কি করতে পারি ? অভিজ্ঞ ভাইদের কাছে পরামর্শ চাচ্ছি।

বিঃদ্রঃ কোন সুহৃদ ভাই মোবাইল নাম্বার দিলে, ফোন করে নির্দেশনা শুনতাম।

Level 0

আমি labibzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

01717994906

Level 0

windows 7 ডিস্ক ঢুকান, সিডি কাজ করলে পিসি রিস্টার্ট দিন , রিস্টার্ট হওয়ার সময় ASUS logo দেখার সাথে সাথে ‘ESC’ key পর পর চাপতে থাকুন , এইবার একটা লিস্ট আসবে সেখান থেকে আপনি DVD drive select করতে পারবেন।select করার পরেই উইন্ডোজ সেটআপ শুরু হবে। ‘ESC key কাজ না করলে F12 key try করুন ।good luck

CD থেকে setup না দিয়ে প্রথমে এই software টা দিয়ে ( http://www.microsoftstore.com/store/msus/html/pbPage.Help_Win7_usbdvd_dwnTool/ )
pen drive টাকে bootable করে নিন। তারপর bios এ গিয়ে boot device “removable drive” করে দিন। তারপর just setup দিন।
বি দ্রঃ তবে এর জন্য আপনার pc তে আগে থেকে windows 7 এর iso file download করা থাকতে হবে।

1st check kore nin 1st boot device: cd/dvd select kora ase kina. then restart howar pore ‘press any key to boot from cd’ lekha ta asar sathe sathe keyboard er jekono key chaple setup suru hobe. jodi na hoy then check kore nin setup er disk ta thik ase kina.

Level 0

আপনার PC যদি নতুন হয়ে থাকে তাহলে BIOS এ ডুকে Boot menu থেকে Option গুলো Change করে নিয়ে দেখতে পারেন।

Level 0

01738908887 or 01671717799 Call koren amake. Step by step bolte parbo.

Level 0

ধুর মিয়া! আপনারা কেউ সমস্যাটাই বুঝতে পারেন নি! Shame! অনেকদিন পর আসলাম। তাই একটু মজা করলাম আরকি! 🙂

মি. লাবিব। একটু চিন্তা করে দেখুন কেন ডিভিডি থেকে বুট হয় না? দুটো প্রধান কারণ হল:
১. হার্ড ডিস্ক আগে বুটে থাকলে।
২. কীবোর্ড না পেলে।

প্রথম কারণটা আপনি নিজেই সমাধান করেছেন।
এখন দ্বিতীয়টা ভাবুন। কীবোর্ড পায়নি। তারমানে কি কীবোর্ড নষ্ট? একদম না। তাহলে?

আপনার কীবোর্ড টা USB Keyboard. এবং BIOS এ USB Keyboard এনাবল করা নেই। আপনার BIOS কি Intel না Gigabyte তাও জানিনা। আপনাকে যেটা করতে হবে BIOS এ গিয়ে USB Mouse Keyboard এর অপশনটা এনাবল করে দিতে হবে। তাহলে BIOS এ যাবার আগেই আপনার কীবোর্ড কাজ করবে। অনেকদিন আগে এই কাজটা করেছিলাম। তাই ঠিক কোথায় এটা পাবেন বলতে পারছি না। সম্ভবত Peripheral এ পাবেন। যাই হোক আপনি বায়োস এর সবগুলো মেনু ট্রাই করবেন।

আর সেটআপ এর পর যদি উইন্ডোজ ৭/ ৮ জেনুইন করতে সমস্যা হয় তাহলে চলে যাবেন Marks PC Solution এ।

কথাগুলো একটু বেশি পন্ডিত টাইপের হয়ে গেলনা? 🙂 একটু ভাব নিলাম আরকি!
কাজ না হলে গালাগাল করবেন না।

Level 0

আপনার জন্য PC রিস্টার্ট করে শিওর হলাম। আমার গিগাটাইটে Integrated Peripherals মেনুতে অপশনটা আছে। আপনার বায়োস যেটাই হোক যেখানে মাউস কিবোর্ড জাতীয় অপশন আছে ওখানেই পাবেন।

সবাই এতগুলো কমেন্ট করল আর মি. লাবিব নীরব। আপনি কি ফোন করে সমাধান পেয়ে গেছেন? দয়া করে উত্তর দিন। আমি শিওর হতে চাচ্ছি আপনার সমস্যাটা আসলে এটাই ছিল কিনা।

আপনার কীবোর্ড যদি ইউএসবি না হয়ে পিএস/২ হয় তাহলে সিনেমার কাহিনী পাল্টে যাবে!

Here is a windows 7 installation tutorial. You can follow this link: http://technobeach.com/index.php/computer/85-windows7-installing-process

Level 0

আপনাদের সাড়া পেয়ে আমি কৃতজ্ঞ।
সেভলন দিয়ে লেজার গ্লাস পরিস্কার করার পর বুটিং হচ্ছে। এবং সমস্যার সমাধান।

Level 0

vai lesar glass ta ki…jodi ak2u details bltn…..

Level 0

amr o asus laptop e windows upgarde dyr por compitibility types akta report show kre…jdi keo kindly bltn amai….