মানিবুকারস সমস্যা , অভিজ্ঞদের সাহায্য চাই

আমি মূলত লিবার্টি রিজার্ভে আমার  ডলার Trannsaction করতাম। কিন্তু এখন এটা বন্ধ হয়ে যাওয়াতে অন্য ব্যবস্থা গ্রহন করার জন্য মানি বুকারস এ পেমেন্ট ট্রান্সফার এবং টেকটিউনস এ এই সম্পর্কিত বিভিন্ন পোস্ট পড়তে থাকি। পড়ে যা বুঝলাম তার সারসংক্ষেপ হল  অ্যাকাউন্ট ভেরিফাই না হলে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়।

 

অভিজ্ঞদের কাছে আমার কয়েকটি জিজ্ঞাসা --

১) মানিবুকারস ফুল ভেরিফাই করতে হলে শুধু ঠিকানা আর bank account ভেরিফাই করলেই হবে নাকি আরও কিছু করতে হবে ??

২) আমার ঠিকানা ভেরিফাই করা আছে এবং তা আমি অনেক আগেই করেছিলাম। আমি পড়েছি যে কিভাবে bank ভেরিফাই করা লাগে। উক্ত পদ্ধতি অনুসরন করে ভেরিফাই করলে account limit কি আর থাকবে ?

৩) আবার দেখলাম ১৮ মাস অ্যাকাউন্ট inactive থাকলে তা ডিলিট করে দেওয়া হয়। এই তথ্য কি ঠিক ?

Level 0

আমি খালেদ জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস