ওডেস্ক এ কাজ পেয়েছি কিন্তু কাজ করতে পারছি না

সম্মানিত টেকটিউন বৃন্দ আমি গত একমাস যাবদ ওডেস্ক এ কাজ পেয়েছি কিন্তু ভালভাবে কাজ না জানার জন্য আমি কাজ করতে পারছি না।ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করে লিংক বিল্ডিং কাজ কিভাবে করতে হয় তা ভালভাবে বুজতে পারছি না। প্রতিটি টিউনে কাজ দেখানো হয় এমন করে যেন টিউনারা ভেবে নেন আমার আগে থেকে একটি ওয়েব সাইট রয়েছে যে ওয়েব সাইটির আমি seo related লিঙ্ক বিল্ডিং কাজ করব।আমি বুঝি্না যারা freelancing কাজ করবে বিশেষ করে যারা নতুন তাদের তো ওয়েব সাইট থাকা দূরে থাক তাদের লিঙ্ক বিল্ডিং কাজ সম্পর্কে হয়তো ভাল ধারনা নেই।আর লিংক বিল্ডিং কাজ বলতে সবাই comment posting কাজটি দেখিয়ে দেন কেউকেউ ফোরাম পোস্টিং কাজ দেখিয়ে দেন অবশ্য তাদের কে সম্মান জানিয়ে বলছি এই কাজগুলো প্রকিয়াটা তেমন কঠিন নয় কিন্তু কাজ করতে গিয়ে আমি অনেক অসুবিধায় পরেছি।

যেমন, comment posting জন্য আমি অনেক কষ্ট করে কী ওয়ার্ড রিলেটেড ভাল পেজ রেঙ্ক বিশিষ্ট পেজ যদিও খুজে পাই তবে সাইটে গিয়ে দেখি nofollow করা আবার যদিও dofollow পাই তবে সেখানে কমান্ট করে আসলে পরের দিন দেখি আমার করা লিঙ্ক মোডারেটর ডিলেট করে দিয়েছে।এটা গেলো একটা সমস্যা আবার কী ওয়ার্ড ভিত্তিক এতো ভালো পেজ রাঙ্ক বিশিষ্ট সাইট কেমন করে পাব ।যেমন,আমার কী ওয়ার্ড যদি good হয় তবে good  ভিত্তিক 1000 ভালো পেজ রাঙ্ক বিশিষ্ট সাইট কোথায় পাব যেখানে comment করতে পারব।এখানে সবাই বলবেন  good "powered by wordpress" "add comment" বা " "Leave a Reply" এভাবে দিন তাহলেই পেয়ে যাবেন কিন্তু এভাবে দিয়ে আমি যদি 1000 রেজাল্ট এর মধ্যে 10 টা পেজ রাঙ্ক সাইট পেলাম যেখানে কমান্ট করে আসলাম কিন্তু দেখাগেলো তাও nofollow ঠিক আছে কমান্ট করলাম পরেরদিন দেখলাম 10 টার মধ্যে 9 টাই মোডারেটর ডিলেট করে দিয়েছে।এটা গেলো comment posting এর  কথা ।আবার,bookmarking এর জন্য নেটে যে সাইটলিস্ট পাওয়া যায় তার মধ্যে যেমন আমি 430 টা বুক মারকিং সাইট ঘেটে মাত্র 39 টা বুক মারকিং করতে পেরেছি কারন অনেক সাইটে registration হয়না আবার হলেও বুক মার্ক করার সময় ক্রাস করে আবার কোন কোন সাইটে ঢোকার আগেই error show করে।আবার,ফোরাম পোস্টিং তো আরও ঝামেলার কারন বেশিরভাগ সাইটে আমি registration করতে পারছি না কাপচার কারনে আর maximum সাইট access dined show করে ।এর মধ্যে দু একটি সাইটে করতে পারলেও অনেক গুলোতে সিগনেচার nofollow করা আবার অনেক গুলোতে সিগনেচার থাকে না।post এর মধ্যে লিঙ্ক করলে মোডারেটর তা ডিলেট করে দেয়।আবার,অনেক ফোরামে কী ওয়ার্ড রিলেটেড কোন টপিক নেই। এমন অবস্থায় আমি কি করব ভেবে পারছি না কারন বায়ার আমার কাজ চাইছে।আমাকে একটু ভালো ধারনা দিয়ে help করেন please.......

Level 0

আমি Belafaiez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

If you want to get help guide line then contract one of top tuner Mr. আরিফুল ইসলাম শাওন.

Level 0

Mr.আরিফুল ইসলাম শাওন ভাইয়ের Email Address টা যদি দিতেন ভাইয়া তাহলে খুব ভাল হতো।

Same problem. বেশীর ভাগ মানুষের টিউটোরিয়াল দেখলে এটাই মনে হয়। অর্ধেক জিনিস সেই নেট থেকেই খুজে বের করতে হয়। 🙁