সবচেয়ে ভাল সবচেয়ে ভাল ইন্টারনেট সিকিউরিটি/এন্টিভাইরাস কোনটি? দয়া করে হেল্প করেন প্লিজ!!!

ভাই আমি আগে এভাস্ট ব্যবহার করতাম। কিন্তু আমার সখ হল সবচেয়ে ভাল এন্টিভাইরাস ব্যবহার করা।

তাই দয়া করে যে যা পারেন সাধ্যমত ভাল এন্টিভাইরাসের/ইন্টারনেট সিকিউরিটির নামগুলো দয়া করে কমেন্ট করে জানাবেন। জানালে অনেক খুশি হব!! 😛

সামনে আমার পরীক্ষা তাই আমার জন্য দোয়া করবেন।

আর অবশ্যই কমেন্ট করে এন্টিভাইরাসের নামগুলো বলবেন।

Level 0

আমি সংগ্রামী ছাত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সংগ্রামী ছাত্র


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মতে কাস্পারস্কি। তাই আমি কাস্পারস্কি ব্যবহার করি। এটা মনে রাখবেন কাস্পারস্কি কম্পিউটারকে সামান্য স্লো করে।

ধন্যবাদ ভাইয়া। আমি আজকেই ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি কিনেছি। কিন্তু ক্যাসপারস্কাই আপডেট করতে ঝামেলা হচ্ছে। খুবই স্লোতে ফাইল ডাউনলোড হয়। ফলে কারেন্ট চলে গেলে আবার নতুন করে দিতে হয়। তাই এর কোন সমাধান থাকলে অবশ্যই জানাবেন।

আপনি এভাস্ট ব্যবহার করতে পারেন। ভাল কাজ করবে। এভাস্ট ইন্টারনেট সিকিউরিটিটা সবচেয়ে বেশি ভাল। দেখতে পারেন

Level 0

আপনার কেনার দরকার নাই মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ব্যবহার করেন ভালো ফল পাবেন। গুগলে সার্চ করেন পেয়ে যাবেন ইন্সটল করার পর প্রায় 1 ঘন্টার মত আপডেট দিতে হবে, পরের আপডেটগুলি 1মিনিটেই হয়ে যায় 3-4দিন পর পর দিলে হবে। কম্পিউটার স্লো করবেনা। একদম ফ্রি কোন লাইসেন্স কী লাগেনা।

Level 0

আপনি যদি জেনুইন উইন্ডোজ ব্যবহার করেন তাহলে microsoft security essentials ব্যবহার করা অনেক ভাল। না হলে BitDefender কিনে ব্যবহার করেন। BitDefender কিন্তু প্রথমে কম্পিউটার কে slow করবে , পরে ধীরে ধীরে fast হবে।