আমি আমার htc one এর ইন্টারনাল মেমোরি ভুল বশত ফরমেট করে দিয়েছি। ফলে আমার ফোন ডেড হয়ে গেছে। যদিও CWM Recovery mode থেকে কাস্টম অথবা ওরিজিনাল রোম ইন্সটল করা যায়। সমস্যা হচ্ছে ফোনের মেমরিতে জিপ ফাইল কপি করব কিভাবে। htc one এ এক্সটার্নাল মেমোরি স্লট নাই।এক্সটার্নাল মেমোরি স্লট থাকলে, কার্ড রিডার দিয়ে মেমোরি কার্ডে জিপ ফাইল কপি করে সহজেই ফোনকে আবার জীবিত করা যেত। যেহেতু এক্সটার্নাল কার্ড সাপোর্ট করবে না তাই এই পথ বন্ধ। কিভাবে ফোনের ইন্টার্নাল মেমোরিতে জিপ রোম ফাইল কপি করব? কারও জানা আছে? দয়া করে একটু হেল্প করবেন!
আমি ornobohornish। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পেন ড্রাইভে জিপ ফাইলটা কপি করুন! OTG ক্যাবল দিয়ে HTC One এর সাথে সংযোগ দিন পেনড্রাইভের,তারপর পেনড্রাইভ থেকে জিপ ফাইলটি সিলেক্ট করে রম ইন্সটল করুন!