আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ? আমি আল্লাহর রহমতে ভাল আছি । ভাই Walton Primo D1 Android হ্যান্ড সেটটি কেউ ব্যাবহার করে থাকলে আমাকে দয়া করে ফীডব্যাক দিন । Walton এর সাইটে এটির ফিচার দেখলাম , মোটামোটি কম দামে ভালই । এটির ব্যাটারি ১৫০০mAh . কিন্তু সত্যিই কি ভাল ব্যাকআপ দিবে ? শুনেছি Walton সেট নাকি অনেক গরম হয়ে যায় ? কথাটা কি সঠিক ? আর এর Camera ও Display Resolution কেমন ? ভাই যারা এই সেটটি ব্যাবহার করেছেন Please আমাকে জানান ।
আমি Tanvir Mustafa Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 379 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ভুলেও কিনার চিন্তা করবেন না । কারন এই টার rom/ ram ২ টাই কম । SKYPEতে ভডিও কল হয় । গেম HD SUPPORTED দেখায় কিন্তু চলে না । আমার মতে WALTON PRIMO D1 এর থেকে WALTON PRIMO ভাল হবে । ও WALTON PRIMO D1 মাঝে মাঝে হ্যাংকরে।