ভাই, আমি এক অদ্ভুত সমস্যায় আছি। আমার সাইটের হোমপেজে পোস্টের কন্টেন্ট এর সংখিপ্ত রূপ বা excerpt একারে দেখা যায়। কিন্তু পোস্টের ভিতরে ঢুকলে ভিতরের কন্টেন্ট এ কিছু দেখা যায় না। শুধু ফিচার ইমেজ এবং বিডভারতাইজার আয়ড দেখা যায়। এর মানে হল পোস্টের ভিতরে ঢুকলে কন্টেন্ট হাওয়া। আরও মজার কথা, এই সমস্যা স্কল পোস্টে দেখা যায় না। কিছু কিছু পোস্টের বেলায় এমন করে। আরও অদ্ভুদ ব্যাপার হলঃ মাঝে মাঝে এই সমস্যাটি দেখা যায় আবার মাঝে মাঝে নিজেই ঠিক হয়ে যায়। ভাই কি করব একটু সাহায্য করেন প্লিজ।
উদাহরণস্বরূপ ব্লগটির প্রথম পোস্টটি দেখুন
আমার সাইট ( প্রথম পেজে পোস্টের কয়েকটা লাইন দেখা যায়)
এবং আমার পোস্ট ( এখানে ডুকলে ভিতরে কিছু দেখা যায় না, মানে কন্টেন্ট আর কি)
আমি assassin006। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
APnar wordpress ta re-install koran