সহায্য চাইঃ প্রোগ্রামিং এর হাতেখড়ির জন্য আমার একটা বাংলা ই-বুক চাই!

আমার প্রোগ্রামিং শিখতে আগ্রহী।

আপনাদের সকলের কাছে আমি প্রোগ্রামিং শেখার ব্যপারে সাহায্য চাই। কোন হৃদয়বান ব্যক্তি যদি আমাকে  প্রোগ্রামিং বিষয়ে কিছু বলেন এবং বাংলা ই-বুক দিয়ে সাহায্য করেন তাহলে চির কৃতজ্ঞ থকব।

সকল টিউনারদের কাছে আমার এই অনুরোধ।

আমার ই-মেইল: [email protected]

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রোগ্রামিং শেখার জন্যে কোন বাংলা বইয়ের সাহায্য না নেয়াটা ই শ্রেয় মনে করি।

কোন ধরনের প্রোগামিং শিখতে চান।সেটা আগে ঠিক করে বলেন ।

    আসলে ভাইয়া আমার প্রোগ্রামিং সম্পর্কে কোন ধারণায় নেই। আমি কি বলব বুঝতে পারছিনা তবে আমি চাই ছোট ছোট কমান্ড তৈরি করতে। যেমন ধরুন ফাইল কপি করা অথবা ফন্ট ইনস্টল জাতীয় ছোট ছোট কমান্ড যেগুলো শুরু হবে নোটপ্যাড দিয়ে। মোট কথা ব্যাচ ফাইল তৈরি করতে ও ব্যাচ ফাইলের ল্যংগুয়েজ সম্পর্কে জানতে চাই।

সোয়েব,
প্রোগামিং একটি সৃজনশীল বিষয়। এখানে আপনার নিজের ধৈর্য, মেধা, অভিজ্ঞতা, চিন্তা করার শক্তি এবং নতুন কিছু তৈরি করার প্রচন্ড আগ্রহ নিয়ে কাজ করতে হবে। অন্য অনেকের মতো আমিও বলবো, প্রোগামিং শেখার জন্য বাংলা বইয়ের সাহায্য না নেয়াই ভাল। প্রথমে একটু কঠিন মনে হলেও ইংরেজী বইয়ের সাহায্যেই আপনি সত্যিকার অর্থে কিছু শিখতে পারবেন। একটি ভাল মানের ইংরেজী বইয়ের সাহাযেই আপনি ভাল প্রোগামার হবার পথ দেখতে পারবেন। বইয়ের প্রথম থেকে প্রোগামিং-এর বেসিক বিষয়গুলি ভাল ভাবে আয়ত্বে আনতে হবে। প্রায় সব প্রোগামিং ল্যাঙ্গুয়েজেই কয়েকটি কমন বিষয় থাকে, যেমন for loop, while loop, do…while loop, if condition, if…else condition এ রকম আরও অনেক কিছু। এই গুলি কিভাবে কাজ করে, সেটি খুব খুব ভাল করে জানতে এবং বুঝতে হবে। প্রথমদিকে ছোট ছোট প্রোগাম তৈরি করে হাত পাকাতে পারেন। প্রোগামিং এ একটু ধারনা চলে আসলে রিয়েল লাইফ কোন প্রোজেক্ট হাতে নিয়ে অভিজ্ঞতা বাড়াতে হবে।
প্রোগামিং করার ক্ষেত্রে ধৈর্য অনেক বড় একটি ব্যাপার। ধৈর্য ধরে নতুন কিছু করার আগ্রহ নিয়ে কাজ করে যান, সাফল্য আসবেই।

নিচে কয়েকটি ওয়েব সাইটের ঠিকানা দিলাম। এখান থেকে ফ্রি প্রোগামিং-এর বই ডাউনলোড করতে পারবেন। অবশ্যই ইংরেজী ভার্সন।

http://gigapedia.com/
http://www.esnips.com/
http://knowfree.net/

প্রোগামিং ভুবনে স্বাগতম।
ধন্যবাদ।

Level 0

For the first time…….if u want to learn C……u can try for bangla book_”sobar jonno computer programming language” by
NITON and for english book u can try “Programming in ANSI C” by E Balagurusamy or “Programming With C” by BYRON GOTTERIED”……… these book are available at Nilkhet Book Market(DHAKA)

Level 0

I recommand you to buy Niton’s C Programming (Bangla). Available in Nilkhet (Dhaka)