কেউকি BlackBerry 8100 manually internet set করতে পারেন

আমার BlackBerry 8100 সেটটিতে কোন অবস্থাতেই manually internet  set করতে পারতেছি না। automatic configuration তো হয়ইনা, নিকটস্থ Grameen এর অফিসেও গিয়েছিলাম, কিন্তু তারা বলে এই সেটের এখনও setting process তাদের কাছে আসেনি। অভিজ্ঞ tuner-দের অনূরোধ করছি। যদি BlackBerry 8100 manually internet set করতে পারেন তাহলে please জানান।

Level 0

আমি রেজওয়ান-খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি এক কাজ করতে পারেন ।যেকোন সেটের ইন্টারনেট সেটিংস ভালো করে খেয়াল করুন তারপর আপনার সেটে সেই সেটিংস গুলো ম্যানুয়েলি সেটিংস করার চেষ্টা করুন ।কাজ করার কথা।

ভাই এই সেটের সেটিং অন্য সেটগুলা থেকে একেবারে আলাদা। even আমি আরেকটি BlackBerry set এর সেটিংসও দেখেছি but হয়নি। এটা জানি যে wifi সমৃদ্ধ BlackBerry set গুলোতে search দিলে internet connection setting পাওয়া যায়, কিন্তু এই সেটটি wifi না। দয়া করে যদি netএ এর কোন খোজ পান, তাহলে kindly জানাবেন। বরই উপকৃত হব। ধন্যবাদ reply করার জন্য।

ভাইয়া আমারও এই ফোন টা ছিল(From USA)।আমি ও পারিনি।GP OFFICE এ ও যোগাযোগ করি।উত্তর ঠিক আপনার মত।পরে এক
Technician কে দেখাই।ও আমার ফোন ফ্লাশ করে দেয় খুভ সম্ভবত।আমার সেটটা তারকাছে ১ দিন ছিল। পরে দেখি আমার ফোনে
automatic GP World এর একটি লোগো তৈরী হয়ে গেছে।জ়ানি না কিভাবে?এক/দেড় বছর আগের ঘটনা।সবকিছু মনে নাই।দূক্ষিত।
আপনি কোনো ভালো Technician কে দেখাতে পারেন।আশাকরি সমস্যার সমাধান হবে।

ও আর একটা কথা ভাইয়া!! আমি তার সাথে Contract এ গিয়েছিলাম। ওকে আমি ১২০০ টাকা দিয়েছিলাম।
তাই আগে কথা বলে পরিস্ক্রার হয়ে নিবেন।ধন্যবাদ।

Level 0

i have blackberry pearl from usa,and i could succesfully made it usable for browse internet both in mobile and computer 🙂 .onek koshto hoise re vai,vabsilam set ta use e korum na,at last i could made it.

afromehdi plz give me a call my number 01682253196. i want to talk with u.