বন্ধুরা সবাই ভাল আছেন আশা করি।
আপনারা জানেন যে বর্তমান সময়ের সব চেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুলোর মধ্যে গুগল ক্রোম সবার উপরে। তার পরেই আছে মজিলা ফায়ারফক্স। তবে আমার পছন্দ টা একটু ভিন্ন। আমার প্রথম পছন্দ ক্রোম আর দ্বিতীয় পছন্দ ইন্টারনেট এক্সপ্লোরার ১০। যাই হোক। মূল কথায় আসি। বিরাট সমস্যায় আছি ক্রোম আর ফেসবুক নিয়ে। আপনারা সবাই জানেন ক্রোম এ সাধারন ভাবেই বাংলা দেখতে একটু সমস্যা করে। কিন্তু "default encoding" ঠিক করে দিলেই সমস্যা ঠিক হয়ে যায়। আমার ক্ষেত্রে ও ঠিক হয়েছে, কিন্তু একটা সমস্যা রয়ে গেছে। এই সমস্যা শুধু ফেসবুক এ করে এবং শুধুমাত্র আমার গুগল ক্রোম এ করে। সমস্যা টা হচ্ছে, ফেসবুক এ বাংলা ঠিক মতই দেখাই, শুধু প্রতিটা শব্দের পর যে স্পেস টা থাকে তার জায়গায় খালি বা স্পেস না দেখিয়ে একটা বক্স দেখায়। এ কারনে বাংলা পড়তে একটু সমস্যা হয়। আমি "Encoding" "UTF-8" এবং "UTF-16 LE" দুটোই দিয়ে দেখেছি। কিন্তু ঠিক হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অন্য কোন বাংলা ওয়েবসাইট এ এই সমস্যা হয় না। খুব সুন্দর বাংলা দেখা যায়। শুধু ফেসবুক এই সমস্যা করে।
এখন দয়া করে কোন ভাই যদি আমাকে এ সমস্যার সমাধান দেন তাহলে কৃতজ্ঞ থাকব। আশা করি কেউ না কেউ আগে এই সমস্যায় একবার হলেও পড়েছেন।
আমি Rabiul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai ai tune ta dhak te paren
https://www.techtunes.io/bangla-computing/tune-id/117871 🙂