আমার মনিটরের কি হায়াত শেষ ….কেউ কি বলতে পারবেন?

আমি এখনও এলসিডি মনিটর ব্যবহার করি না। পুরোনো মনিটরটাই বেশ চলে যাচ্ছিল। কিন্তু আজ সকাল থেকে মনিটরের চারপাশে কাপাকাপি শুরু হয়েছে। যা প্রচন্ড  মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছে আমার। কেউ জানেন এর কি হয়েছে? এর হয়াত শেষ হয়ে গেল নাকি?

বাঁচিয়ে রাখার কোন ঔষধ যানা থাকলে দয়া করে যানাবেন।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই মনে হয় অন্য জায়গায় গন্ডগোল মনিটর ঠিকই আছে।উইন্ডোজ সেটাপ নতুন করে দিয়ে দেখতে পারেন কিছু হয় কিনা।

ভাই আপনে কই আমিতো ইয়াহুতে আছি।

Level 0

সোহান ভাই , মনিটর আপনাকে কি বলসে জানেন? মনিটর বলছে আধুনিক এর সাথে তালমিলিয়ে চলো , মানে একটা LCD …………………………?

তুমি যে একটা এলসিডি মনিটর কিনতাছ এটা সবাইকে এভাবে না জানাইলেও চলতো…

    মেহেদী ভাই, সত্যি কথাটাই বলছেন……….. সোহান ভাই ডাইরেক্ট বলেন না কেন…. কত ইঞ্চি কিতাছেন……… 🙂

ওই মেহেন্দি ….. সারাদিন খুইজা ও তোর টিকলি টারও হদীস পাই না আমি …….. আর সূযোগ একটা পাইসো কি চইলা আইসো আমারে পচাইতে

    ও ভাইয়ে তাইলে ইদানিং এই কাম নি করেন।

    টিনটিন ভাই, মেহেদী ভাই এইগুলান কি কয়…..???
    আই ফোনের পরে এইবার LCD মনিটরের পাবলিসিটি……!!!! 😀 😀 😀

Level New

সম্ভবতঃ ডিগাসিং কয়েলের PTC শরট হয়ে গেছে
অথবা power এর মেইন ফিল্টার দুরবল যদিও screen shot না দেখে ১০০শত ভাগ বলা সম্ভব নয়।
তবে এ ধরণের problem ও ১০০শত ভাগ হয়ে থাকে। খুব দুঃহসাহস করে উত্তর দিলাম।

Level New

টিনটিন ভাইয়া আমার টিউন পোষ্ট হচ্ছে না :(( “আপনার আর্টিকেল কোথায় কপি হয়েছে খুজে বের করুন।” এটা হেডলাইন

Level New

আসসামাকুয়ালাইকুম,
কয়েকটা স্টীল ছবি ধারণ করে এখানে লোড করে দিতে পারেন।
ধন্যবাদ

    Level New

    দ্দুঃখিত সালামের বানানটা ভুল হয়ে যাওয়ার জন্য। আসসালামুয়ালাইকুম।

পাওয়ার পেতে সমস্যা হচ্ছে অথবা মেইনবোর্ড থেকে পিকচার সিগন্যাল পেতে সমস্যা হচ্ছে। মনিটর এর বক্সটা খুলে পিকচার টিউবের সাথে মেইনবোর্ডের যে কানেকশন কেবলটা আছে উহা দেখ না হইলে পাওয়ারের অন্যান্য কেবলগুলি চেক করো।

ব্যাপারনা আমার পুরাতন মনিটরগুলোতে এইসব নিয়মিত ব্যাপার।

টিন টিন ভাই আমার মনে হচ্ছে আপনার বাসার পাওয়ার সাপ্লাই এ সমস্যা হচ্ছে। এটা সাধারনত আর্থিং এ সমস্যা হলে মনিটর চারপাশে কাপাকাপি করে। আমি নিজেও এ সমস্যায় পরেছিলাম। তারপর অনত্র কম্পিউটার স্থানান্তর করে সমস্যার সমাধান পেয়েছি।
যাক দুঃসাহস করে বলেই ফেললাম।
ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level 0

হায়াত হতবা শেষ…………হয়ত না……না দেখে কেম্নে বলব

Level 0

vai, amar laptop er charge diley 3 minit thake, age vista silo, pore 7 install korle 30 minit charge thake, ekhon abar vista install kora r battery charge matro 3 minit. 1 bosor holo laptop , toshiba l 300satelite pro…
service er jonne niye gele, bole kono problem nai, okhane gele shob thikthak, bashai eshe ek e condition
plz help me, from cyprus
anyone

এখনো বেঁচে আছে কি? 😛

ভাই, কেমনে কই মনিটরে কি হইছে, তার চেয়ে কোন সার্ভিসিং দোকানে নিয়ে যান না। কম্পিউটারের সফটওয়্যার হলে না হয় কথা ছিল! কিছু একটা করতে পারতাম