আমার কাজিন নতুন এন্ড্রয়েড কিনবে, এর আগে সে কোন এন্ড্রয়েড ব্যবহার করেনি। তার বাজেট কম। ৫০০০/৬০০০ এই দামে সিম্ফনি এবং ওয়াল্টন পাওয়া যায়। এখন প্রশ্ন হল সে সিম্ফনি কিনবে নাকি ওয়াল্টন। যারা ব্যবহার করছেন এবং যারা এন্ড্রয়েড নিয়ে ভালো জানেন তাদের মতামত চাই।
আমি নিজে ওয়াল্টন প্রিমো ব্যবহার করছি, মোটামুটি সন্তুষ্ট। সিম্ফনি ব্যবহার করিনি তাই ওটার ব্যপারে বলতে পারছিনা। যারা ব্যবহার করেন তারা একটু জানাবেন।
আমি তাসবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
B.Sc In Telecomminication & Electronic Engineering.
Walton Kinen. Walton er touch ta responsive. symphony er touch ta khet.