ভাই আমাকে সাহায্য করুন, প্লীজ এড়িয়ে যাবেন না, কষ্ট করে একটু দেখুন।

ভাই আমি কিছুই বুঝতেছিনা তাই মহা সমস্যায় আছি। টেকি ভাইদের কাছে হয়ত কোন সমস্যা না, তাই আপনাদের কাছে সাহায্য চাচ্ছি।

আশা করে আমাকে help করবেন। ভাই আমি আমার c ড্রাইভ এবং e ড্রাইভ খুলতে পারতেছিনা, যখন আমি ড্রাইভ গুলোতে open বা ডাবল ক্লিক করি

ঠিক তখন নিচের মত একটি বক্স আসে।

ভাই আমি কি করব কিছুই বুঝতেছিনা, প্লীজ প্লীজ help করুন।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সম্ভবত অটোরান ভাইরাসের কারনে এই সমস্যা হচ্ছে,ভালো কোন আ্যন্টিভাইরাস দিয়ে স্কান করেন।

কম্পিউটার কি আপনার। আমি বঝাতে চাচ্ছি আপনি কি administrator user কিনা। আপনি যদি administrator user হয়ে থাকেন তাহলে may be উইন্ডোজ setup দিতে হবে। আর যদি না হন তাহলে যে administrator user তাকে বলুন restriction tule dite.

নাফিজ ভাই এর কথায় একমত

ভাই ১৫ মিনিট লাগব নতুন কইরা উইন্ডোজ দিয়া দেন। এরপর ভাল দেখে একখানা অ্যান্টিভাইরাস দিয়া দেন।

    @খাঁন রোজেন: সব সময় “নতুন কইরা উইন্ডোজ” সমাধান না । এটা শেষ option।

      @Shemul49rmc: বুঝেন না,সব রোগের ওষুধ প্যারাসিটামল দুই বেলা।

একটা উপায় আছে… Go to My Computer >> Folder (from menu bar) >> এবার সাইডবার থেকে C/E ড্রাইভ সিলেক্ট করে এর ভেতরে যান।

এবার Tools (from menu) >> Folder Option >> View >> Check Show Hidden Files & Folders ও Uncheck Hide Protected Opareting System Files (Recommanded)

এবার দেখুন এখানে কোন Autorun.inf ফাইল আছে কিনা? থাকলে সেটা ডিলিট করে দিন। RECYLER নামের একটা ফোল্ডার পাবেন.. ওটাও ডিলিট করুন। Recyler icon দেয়া একটা Recyler আছে.. সেটা ডিলিট করবেন না। C ড্রাইভের ক্ষেত্রে সাবধান। অন্য কোন ফাইল ডিলিট করলে উইন্ডোজ ক্রাশ করবে।

যদি কাজ হয় জানাবেন 🙂

@নাফিজ ভাই আমিই administrator, restriction কিভাবে তুলে দিব?