আমার একটা সাইট আছে যার ট্রাফিক বেশ ভালই। খুব অল্প সম্যে গুগল PR-1 পাইছি। আপনাদের দোয়ায় দিন দিন ভিজিটর ও ইম্প্রেশন দুইটাই উন্নতি হচ্ছে পর্যায়ক্রমে। ব্লগটি সবার জন্যই উম্মুক্ত হলেও, আমি এপর্যন্ত পোস্ট দিতাম বা দেই। যদিও আমার ব্লগে মত ইউজার ১৮ জন। কিন্তু এরা পোস্ট দেয় না। হঠাত করে একদিন দেখলাম এক ভদ্রলোক/মহিলা আমার ব্লগে ২/৩ টা পোস্ট দিল, বিশয়ঃ Grape 4 & Nike. আমি কিছুই বুঝলাম না। তবে এটুকু বুঝলাম যে তারা তাদের কোন প্রোডাক্ট বা কোম্পানির অ্যাড দিচ্ছে। যাই হোক এভাবে দেখলাম রাইটার রেগুলার ৩-৫টা পোস্ট দেয়া শুরু করল। এখন বর্তমানে আমার পস্টের সংখ্যা ৩০ আর ঐ বেটার ১৫৭। বোঝেন অবস্থা!
সে রাইটার তার পোস্টের পর ঐ পোস্টটা একবার পিং করে। আমি ঐ কমেন্ট স্প্যাম হিসেবে মুছে দেই। সে আজকেও ২/৩ টা পোস্ট করছে ঐ একই বিষয়ে। প্রতিদিনই করে। এখন আমি বুঝতে পারছি না, আমি একে ব্লক করব, নাকি এভাবেই চলবে? এভাবে চললে কি আমার সাইট/ ব্লগের কোন ক্ষতি হবে? গুগল কি এর জন্য আমাকে স্প্যাম বা পেনালাইজ করবে? আর আমি এইসব পোস্টের সারমর্ম কিছুই বুঝি না। আপনরা একটু দেখে হেল্প করেন, পুরা টেনশনে পইরা গেসি। কপি পেস্ট কইরা লেখে না স্পিন কইরা লেখে কিছুই বুঝি না!
সাইটটির প্রথমে স্টিকি পোস্ট, এর নিচে কমন পোস্ট- অইখানে ঐ বেটার লেখাগুলা পাবেন।
আমি assassin006। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ami ai bisoyta sombondhe jante chai. same problem amar site o hosse.
latest mobile computer and laptop news