সিম্পোনি W125 না ওয়ালটন প্রিমো N1 কিনবো?কোনটা ভালো হবে?

আগে কখনো এন্ড্রয়েড সেট ব্যবহার করিনি।হঠাৎ শখ জাগলো এন্ড্রয়েড সেট ব্যবহার করার।নেটে গুরে যা দেখলাম তাতে মাথা পুরো নষ্ট হওয়ার মত অবস্থা।

আমার বাজেট হল ১৬০০০/=

দাম অনুযায়ী যা বুঝলাম সিম্পোনী আর ওয়ালটন আমার নাগালের ভিতর।তাদের সাইট থেকে ও অন্যান্য জায়গা থেকে তথ্য খুজে সিম্পোনির W125 আর ওয়ালটনের প্রিমো  N1 পছন্দ করলাম।সেট দুইটার কনফিগারেশান একই বলতে গেলে।ওয়ালটন কিনতে ভরসা পাচ্ছিনা, কারণ অনেকের মুখে এর  খারাপ কিছু দিক শুনেছি আবার তাদের কাস্টোমার সাপোর্টও ভালোনা।এদিক থেকে সিম্পোনি এগিয়ে।অন্যদিকে প্রিমো দেখতে সুন্দর,স্লিম।যদিও সেটের সাইজ একটু বেশী।তারপরেও আমি সব দিক বিবেচনা করে কোনটা কিনব ভেবে উঠতে পারছিনা।এত টাকা দিয়ে সেট কিনে যদি ভালো না হয় তাহলে কি লাভ?কনফিগারেশান কম হলেও যদি সেট ভালো হয় তাও ভালো।অবশেষে কোন দিক না পেয়ে পরামর্শের জন্য হাত বাড়ালাম।

যদি কেউ পরামর্শ দিতেন খুব ভালো হত।

আর কেউ যদি প্রিমো N1 কিনে থাকেন তাহলে এর বিস্তারিত জানাতে ভুলবেননা।

Level 0

আমি helal1992। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর দিয়ে কি হবে যদি কাজের না হয়!!! আশা করি আমার ইঙ্গিত বুঝতে পারছেন!

Level 0

টেক মশাই ভাই@হ্যাঁ,আপনার ইঙ্গিত বুঝতে পেরেছি।সিম্পোনি সম্পর্কে আপনার মতামত কি?

Level 0

symphony w125

Level 0

phenomenon@ধন্যবাদ,আপনি কি এটা ইউজ করছেন?করে থাকলে কেমন,কি কি সমস্যা হয় ইত্যাদি জানালে ভালো হত।