আমি আমার ব্লগের জন্য adsense এ apply করেছিলাম (http://www.khaledsohag.blogspot.com)।কিন্তু adsense থেকে আমাকে জানানো হয়েছে page type যথার্থ নয়।আমি জানতে চাই page type বলতে adsense আসলে কি বোঝায় এবং সঠিক page type কেমন হওয়া উচিত ? আমার এই account এ আরো একটি ব্লগ রয়েছে । আমি ঐ ব্লগের জন্যও adsense এ apply করতে পারছি না ,করতে গেলে disable লেখা বার্তা আসে।একবার কোন আবেদন adsense ফিরিয়ে দিলে পুনরায় ঐ একই account থেকে কি আবেদন করা যায় না ? যদি যায় তাহলে সেটা কিভাবে? আমার মনে হয় আমার মতো আরো অনেকে adsense এর এই বিষয়গুলো সমন্ধে জানতে চায়।
তাই আমি টেকটিউনের অভিজ্ঞ বন্ধুদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"
page Type এর ব্যাপারটা আসলে আপনার আবেদন প্রত্যাখান করার বাহানা।আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি ব্লগের বয়সটা একটা বিশাল ব্যাপার।আপনি এক কাজ করেন একটা ব্লগসাইট খুলে তারপর অন্তত ১ মাস ২০ টার মত পোস্ট দিন তারপর আবেদন করুন দেখবেন সরাসরি অ্যাপ্রুভ পেয়ে যাবেন।আর এক ইমেল এড্রেস থেকে কোন একবার রিজেক্ট হলে ওইটা দিয়ে আর করা যায়না নতুন ইমেল এড্রেস দিয়ে করতে হবে।আর রিজেক্ট হওয়া মেইল এড্রেসে যদি আরও ব্লগসাইট থাকে তাহলে ওই সাইটগুলোর জন্য এডসেন্স সাইট হতে সরাসরি আবেদন করুন।