আসসালামুয়ালাইকুম।আশাকরি সবাই মহান আল্লহর রহমতে ভালই আছেন
আমি কিছুদিন আগে একটা ৮ জিবি Micro SD HC মেমোরী নিয়েছিলাম এবং কিছুদিন ব্যবহার করে ছিলাম। আজ হঠাৎ করে মোবাইলে সার্পট করছে না, এবং কম্পিউটারে কার্ড রিডার দ্বারা সংযুক্ত করলে নিচের মত একটি মেসেজ আসে। কোন ভাবেই মেমোরী কার্ড ফরম্যাট দিতে পারছি না।
এ ব্যাপারে অভিজ্ঞ টিউনারগনের সাহায্য কামনা করছি, আশা করি টেকটিউনস থেকে আমার সমস্যার সমাধান পাবো ।
আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
amarO ekoi sOmOssa!!!