শিশুদের নিয়ে পাঁচটি মজার মজার . . .

শিশুদের চিন্তা ভাবনা অনুমান করাও প্রায় অসম্ভব। গবেষকেরা অনেক বছর শিশুদের বিভিন্ন আচরণ ও সেসবের নেপথ্য কারণ অনুসন্ধান করছেন। এতে শিশুদের বোধশক্তি সম্পর্কে মজার মজার কয়েকটি তথ্য মিলেছে। এমনই পাঁচটি মজার  তুলে ধরা হলো:

১ ভেজা ডায়াপারে শিশুর ঘুম ভাঙে না :

যে ভেজা ডায়াপার নয়, অন্য কারণে শিশুরা আচমকা জেগে ওঠে|

২ বিস্ময়কর শ্রবণশক্তি :

শিশুরা হালকা শব্দ শুনতে পায় আবার পরে কয়েকটি শব্দের মধ্যে থেকে শব্দ আলাদাভাবে টের পায় |

শিশুরা হালকা শব্দ শুনতে পায় আবার পরে কয়েকটি শব্দের মধ্য থেকে সেই শব্দ আলাদাভাবে বুঝতে পারে।

৩ টক-মিষ্টি স্বাদে শিশুর প্রতিক্রিয়া :

মিষ্টির প্রতি শিশুদের প্রতিক্রিয়া সহজাত হলেও টকের প্রতি তা বিপরীত। তারা এসব স্বাদের পার্থক্যও বোঝে। স্বাভাবিক পানিতে শিশু তেমন প্রতিক্রিয়া না দেখালেও মিষ্টি পানি শিশুরা জিব দিয়ে ঠোঁট মুছে নেয়। কিন্তু টক স্বাদে তাদের মুখ কুঁচকে যায়।

৪ খাবারের সুবাসে শিশুর আকর্ষণ :

শিশুরা মায়ের চেহারা চেনার আগেই তাঁর স্তনের গন্ধের সঙ্গে পরিচিত হয়। শিশুদের নাকের চার ইঞ্চি দূরে মাতৃস্তন্যের গন্ধমিশ্রিত জিনিস ধরে একধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়। পরে তাদের কাছে একটি পরিচ্ছন্ন ও গন্ধহীন জিনিস দিলে তারা ভিন্ন প্রতিক্রিয়া দেখায়।

৫ মৃদু পরশে শিশুর টান :

১০ মাস বয়সী শিশুরা যেখানে হালকা স্পর্শে খুশি হয়, সেখানে তিন থেকে ছয় মাস বয়সী শিশুরা বিপরীত প্রতিক্রিয়া দেখায়। ভেলভেট কাপড়ের সংস্পর্শে তিন, ছয় ও ১০ মাস বয়সী শিশু ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়।

babynea dot com

Level 0

আমি babynea। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Bangladeshi baby name search site. First ever with Bangla meaning Welcome to babyNEA.com. This is a Bangladeshi baby name searching site and of course with Bangla/Bengali meaning. Here you can find Bengali meaning of a name which you may select for your newborn or even just to know the meaning....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস