অভিজ্ঞ টিউনার ভাইদের কাছ থেকে সাহায্য দরকার। আজকে ১ সপ্তাহ ধরে একটি সমস্যা ফিল করছি তা হলো আমি কম্পিউটার চালু করে সিটিসেল মডেমটি চালনা করে যখনি কানেক্ট করি তখন আমার ব্যান্ডউইথ খরচা হতে শুরু করে অথচ আমি কোন কিছু চালু করিনাই। আমার উইনডোজ আপডেট বন্ধ রাখছি অনেক কিছু চেক ও করে দেখলাম কোন আপডেট চালু আছে কিনা তার পরও ব্যান্ডউইথ নষ্ট হচ্ছে কোন অভিজ্ঞ ভাই যদি আমার সমস্যা সমাধান দিতে পারতেন তাহলো আমি উপকৃত হতাম। এর কারনে আমার ব্রাউজার স্পিড কমে গেছে টেকটিউনে টিউন ও করতে পারছিনা।
আমার অপারেটিং সিস্টেম উইনডোজ7 আলটিমেটে, র্যাম-1 জিবি, প্রসেসর সেলোরন আর, 1.80 গিগা হার্জ।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি NetLimiter ( http://www.netlimiter.com ) অথবা WireShark ( http://www.wireshark.org ) ব্যবহার করে দেখতে পারেন যে আপনার ডাটা কোন কোন অ্যাপ্লিকেশান ব্যবহার করছে।