Help চাই facebook সম্বন্ধে, একটু সমস্যায় পড়েছি।

টিউনার ভাইদের কাছে একটু হেল্প চাই, আমাকে একটু সাহায্য করুন। আজ দুইদিন যাবত আমি আমার ফেসবুক লগ ইন করতে পারতেছিনা। সমস্যা কি আমি কিছুই বুঝতেছিনা। নিচে কিছু স্ক্রিন সট দিচ্ছি আশা করে আপনারা বুঝবেন, এবং আমাকে সাহায্য করবেন। আমি যখন id এবং password দিয়ে log in বাটনে ক্লিক করি তখন নিচের মত একটি পেজ আসে……………………

তারপর যখন আমি continue বাটনে ক্লিক করি তখন নিচের মত আসে………………

তারপর যখন ক্যাপচা কোড দিয়ে submit বাটনে ক্লিক করি তখন নিচের মত আসে…………………………

এখান থেকে আমি আর কিছুই করতে পারিনা, যত বারই আমি submit বাটনে ক্লিক করি কোন প্রতিক্রিয়া হয়না। ভাই আমাকে kindly একটু সাহায্য করুন। আর একটি কথা বলতে ভুলে গেছি, আমার security question কিছুই মনে নাই। অনেক পুরনো id তো তাই।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কছুদিন ওয়েট করে দেখেন !