উইন্ডোজ ৮ এর জন্য সাহায্য চাই !!!!

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন । আমি খুব ভালো নেই । কেন ? আমি উইন্ডোজ ৭ ব্যবহার করি । আমি উইন্ডোজ ৮ ডুয়াল ওএস হিসাবে রাখতে চাই । তবে আমি যখন উইন্ডোজ ৮ আরেক ড্রাইভ এ সেটআপ দিই , তখন বলে "Windows cannot be installed in this drive space. This partition contains one or more dynamic volume. " আমি শুধু আমার উইন্ডোজ ৭ যেই হার্ড ডিস্ক এ আসে সেখানে ইন্সটল দিতে পারি । আমি যেই ড্রাইভ এ ইন্সটল করতে চাচ্ছি তা তে জায়গা আছে ৮০ জিবি । আমি আমার অন্য হার্ড ডিস্ক যেটায় ১৫৩ জিবি আছে সেখানেও ইন্সতাল্লল করতে পারি না । আমাকে দয়া করে কেউ সাহায্য করুন ।

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি যতটা জানি ২ টা উইন্ডোজ একসাথে রাখাটা অনেক প্রব্লমের এবং ২ টা উইন্ডোজ একই হার্ডডিস্ক এর ২ টা ড্রাইভ এ সেটআপ দিলেও অনাকে প্রব্লেম করে। তার থেকে ভাল যদি একসাথে উইন্ডোজ ৭ এবং ৮ চালাইতে ইচ্ছা হয় তাহলে vmware দিয়ে টেম্পোরারি ভাবে উইন্ডোজ ৮ চালাইতে পারো। তাহলে ৭ এর সাথে ৮ ও চালাইতে পারবে…।