মনে করেন আমি একটা কি ওয়ার্ড লিখে এডওয়ারল্ড এ সার্চ দিলাম কিন্তু গুগল আমাকে শো করছে কত ভিজিটর মাসে এই কি ওয়ার্ড দিয়ে সার্চ দেয় , কম্পিটিশন হাই লো এই গুলা শো করে । কিন্তু আমার এখানে প্রশ্ন হল এই যে কম্পিটিশন শো করে এইটা কি এডভেটাইজিং এর কম্পিটেশন না কি আমার ওই কি ওয়ার্ডের কম্পিটিশন। আমি কি ভাবে বুঝবো যে আমার এই সাইটের/ কি ওয়ার্ড এর বিপরিতে কত গুলা সাইট আছে , কম্পিটিশন হাই না লো সেইটা বোঝার কোন উপায় আছে কি কেউ যদি জানেন তবে একটু বলবেন ।আর এডওয়ারল্ড বাদে কি ওয়ার্ড রিচারস করার জন্য অন্য কোন টুলস আছে কি ,
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।