গুগল এডসেন্স এক্সপার্ট দের কাছে সাহাজ্য চাই আমার একটা এডসেন্স একাউন্ট আছে বহুত কস্টে এইটাকে পেয়েছি টানা ৬৬ বার আবেদন করার পর । যা ই হোক না কেন আমি এডসেন্স এর কিছু বিষয় বুঝতেছি না , কেউ যদি বুঝেন তাহলে অবশ্যই সাহাজ্য করবেন । আমার ২৮ তারিখ এর আয় ছিল ১.৯৩ ডলার, ক্লিক পরে ৩৩ টা । বেশি ক্লিক পরেছিল usa থেকে । আর 29 তারিখ ক্লিক পরে ২৪ টা ,বেশি ক্লিক পরেছিল usa থেকে । আর আয় হয়েছিল ৩৩ সেন্ট। কিন্তু আজ ৩০ তারিখ ক্লিক পরেছে ২২ টা আর আর মাত্র ১৫ সেন্ট, এক বার দেখাট ৩৩ সেন্ট। এখন আমার প্রশ্ন হল গুগল এডসেন্স কি আপডেট হতে সময় লাগে। না হলে আমার প্রথম যখন ৩০ তারিখ ২ টা ক্লিক পরে তখন আমার আয় ছিল ৩৩ সেন্ট আর এখন ক্লিক ২২ টা এখন আয় মাত্র ১৫ সেন্ট । usa থেকে বেশি ক্লিক পরছে। এখন আমি বুঝতেছি না কি হয়েছে। তাই আমাকে একটু সাহাজ্য করলে অনেক উপকার হত ।
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমে অভ্র ব্যাবহার শিখে বাংলা লিখার পরামর্শ দিচ্ছি । আপনার লিখা আপনিই ঠিকমত পরতে পারছেন কীনা দেখুন ।
২. গুগল এডসেন্স আপডেট হয় প্রতিদিন বাংলাদেশ সময় দুপুর ১টায় । যেমন এখন আমাদের দেশে (১মে) সকাল ১০ টা । কিন্তু গুগলের এখনো ৩০ এপ্রিল চলছে । দুপুর ১ টার পরে ১ মে দেখাবে । এবার আপনিই মিলিয়ে নিন কখন কি দেখছেন এবং ঠিক আছে কীনা ।
৩. অনেক সময় দিন শেষে হিসেব ফাইনাল করার সময় কিছু ইনভেলিড বা ফলস ক্লীক বাদ দিয়ে দেয় । তাই পূর্বের হিসেবের সাথে ফাইনাল হিসেবের মিল থাকেনা ।
আর কত ক্লীকে কত আয় হবে এটা কোন ঠিক ঠিকানা নেই ।