আমি ফ্রিল্যান্সিং করতে চাই না, শিখতে চাই। পরামর্শ দিবেন প্লিজ।

আমি টেকটিউন অল্প স্বল্প পাঠ করতাম আগে থেকেই। কিন্তু একাউন্ট করলাম খুবই কম দিন হল। নেট+কম্পিউটারের সাথে যুক্ত ২০০৮ সাল থেকে। কিন্তু কম্পিউটার সংক্রান্ত কোন পেশাকেই পেশা হিসাবে নিতে চাইনি। ভেবেছি অনার্স শেষ করার পর চাকরি বাকরি করব। তাই ২০০৯ থেকে এখন পর্যন্ত বিভিন্ন কম্পিউটার এর দোকানে টাইপ, সহ বিভিন্ন কাজ টাজ করছি। কিন্তু এতে শুধু ঢাকায় আমার থাকা-খাওয়া চলে আর কিছু। বংশগত ভাবে অলস হওয়ার কারণে কোন কাজই সিরিয়াস ভাবে নিতাম। কিন্তু এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। সংসারের বড় ছেলে হওয়ার কারণে পারিবারিক দু:চিন্তায় হতাশ হয়ে গেছি। অনার্স শেষ হতে আরো ২ বছর। এমতাবস্থায় আসলে অনলাইনের কাজ টাজ অল্প স্বল্প শিখতে পারলে ভালো হত।টিউনার বন্ধুগণ আপনাদের কাছে অনেকের মত আমিও বলতে চাই আমি ফ্রিল্যান্সিং করব।

তবে আমি জানি আগে কাজ শিখতে হবে। কিন্তু বুঝতেছি কি থেকে কি শুরু করব। কোন কাজটা শিখব। এমনতেই ফটোশপ ইলাসট্রেটর এ হালকা পাতলা হাত আছে।এখন টোটাশি বুজতে পারছি না কোন কাজটা শিখব। আপনারা পরামর্শ দিবেন যারা ফ্রিল্যান্সার আছেন।

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। এটাই আমার প্রথম টিউন।

Level 0

আমি liveflesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কে আইটি বাংলাদেশ এর সাথে কন্ট্যাক্ট করুন। ওরা আপনাকে হেল্প করতে পারবে । লিঙ্ক টা হল http://www.facebook.com/groups/kitbangladesh

অভিজ্ঞদের মন্তব্য কাম্য।

আপনি যেহেতু ২০০৯ সাল থেকেই কম্পিউটারে কাজ করছেন, তাই চাইলেই এই মুহুর্তে আপনি ডাটা এন্ট্রির কাজ শুরু করতে পারেন। কিন্তু আপনি যেহেতু ফটোশপ, ইলাসট্রেটর জানেন তাই আপনি গ্রাফিক্স ডিজাইনে দক্ষতা অর্জন করুন। ডাটা এন্ট্রির কাজগুলোর চেয়ে গ্রাফিক্স-এর কাজে পেমেন্ট অনেক বেশী।আশা করি আপনি সফল হবেন।

আপনি এই লিঙটিও পড়ে দেখতে পারেন – http://www.freelancerstory.com/