আমি সবসময় BlackBox পছন্দ করি না, তবুও আপনাদের পোস্ট সবগুলো BlackBox এর দেখে ডাউনলোড দিছিলাম। ৬.২৯ ফুল ফাইল নিয়া মহা বিপত্তি পরে গেলাম। Actually আমি Skidrow সাপোর্ট করতাম এবং এখনও করি। কারণ আমার পক্ষে Skidrow এর যত গেম আছে, কোনটা সমস্যা হয় নাই। সমস্যা হলে সমাধান করা খুবি সহজ। কিন্তু এই BlackBox (****) এর একটা গালি দেই। Same ফাইল সব জাইগায়।
প্রথমে আমি সকল ওয়েব সাইটে দেখলাম Mount অথবা Burn করে Install দিতে হবে। কিন্তু আমি Extract করে(আমি প্রথমে Extract করে ট্রাই করি) দেখি এই সমস্যা,
এখন দেখা যাচ্ছে যে , ওপেন হয় না।
এখন PowerISO দিয়ে ট্রাই করলাম। মাউন্ট করলাম। ঠিকই এর দ্বারা Archive বের হয়ে গেল বা CD Drive করা গেল,
ইন্সটল শুরু করলাম (নিজেকে ভাগ্য ভাল মনে করেছিলাম......লুল ! ),
সেটাপ দেওয়ার পর দেখা গেল ,
দেখা গেল যে , ISDone.dll missing বা উক্ত ছবি এর সমস্যা।
উল্লেখিত, ISDone.dll এর সকল জেনুইন উইন্ডোজে Malware ভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণে মাইক্রোসফট কর্পোরেশন থেকে মুছে ফেলা ফেলা হয়। এখন দেখি লেখা উঠে আসছে। কি করতে হবে ?
আমাকে বলবেন না যে , ISDone.dll ডাউনলোড কর system23 এ রাখো।
সুতরাং দয়া করে............আপনারা কেমন করে ইন্সটল দিয়েছেন তা কমেন্টে ফুল বিস্তারিত লিখে জানান।
আমি GamerBoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গেম খেলি।
aapmi kotha theke download korsen?