Tom Raider(2013) BlackBox ইন্সটলের সাহায্য চাই। সমাধান না হলে আমি Skidrow নিতে যাচ্ছি। :(

আমি সবসময় BlackBox পছন্দ করি না, তবুও আপনাদের পোস্ট সবগুলো BlackBox এর দেখে ডাউনলোড দিছিলাম। ৬.২৯ ফুল ফাইল নিয়া মহা বিপত্তি পরে গেলাম। Actually আমি Skidrow সাপোর্ট করতাম এবং এখনও করি। কারণ আমার পক্ষে Skidrow এর যত গেম আছে, কোনটা সমস্যা হয় নাই। সমস্যা হলে সমাধান করা খুবি সহজ। কিন্তু এই BlackBox (****) এর একটা গালি দেই। Same ফাইল সব জাইগায়।
প্রথমে আমি সকল ওয়েব সাইটে দেখলাম Mount অথবা Burn করে Install দিতে হবে। কিন্তু আমি Extract করে(আমি প্রথমে Extract করে ট্রাই করি) দেখি এই সমস্যা,


এখন দেখা যাচ্ছে যে , ওপেন হয় না।

এখন PowerISO দিয়ে ট্রাই করলাম। মাউন্ট করলাম। ঠিকই এর দ্বারা Archive বের হয়ে গেল বা CD Drive করা গেল,


ইন্সটল শুরু করলাম (নিজেকে ভাগ্য ভাল মনে করেছিলাম......লুল ! ),

সেটাপ দেওয়ার পর দেখা গেল ,

দেখা গেল যে , ISDone.dll missing বা উক্ত ছবি এর সমস্যা।

উল্লেখিত, ISDone.dll এর সকল জেনুইন উইন্ডোজে Malware ভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণে  মাইক্রোসফট কর্পোরেশন থেকে মুছে ফেলা ফেলা হয়। এখন দেখি লেখা উঠে আসছে। কি করতে হবে ?
আমাকে বলবেন না যে ,  ISDone.dll ডাউনলোড কর system23 এ রাখো।

সুতরাং দয়া করে............আপনারা কেমন করে ইন্সটল দিয়েছেন তা কমেন্টে ফুল বিস্তারিত লিখে জানান।

Level 0

আমি GamerBoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গেম খেলি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

aapmi kotha theke download korsen?

Level 0

arekta problem hote pare administrator privilrdge and also apnar dorkar setup file ta run as administrator diye chara and also prothombar extract hoy nai karon aadministrator priviledge chilo na. and what antivirus do u use?

    Level 0

    @sugata: LoL………why you asking me the name of anti-virus????

    Write down your full installation then talk. Do not try to ask me. No offense.

ভাই আমিও BlackBox পছন্দ করি না। এদের ইন্সটল টাইম এত বেশি যে ওই টাইমে Skidrow এর ২-৩ গেম ইন্সটল শেষ হয়ে যায়। এক ফিফা ১৩ ইন্সটল করতে আমার আই৫, চারজিবি রামে ৩০মিনিট লেগেছিল। খুবই বিরক্তিকর BlackBox

    Level 0

    @Kh ফয়সাল: সেটাই ! পুলাপাইন ভাব দিয়া BlackBox রিভিউ দিচ্ছে।

ভাই আপনারা blackbox আর skidrow নিয়া মারামারি লাগছেন কেন? blackbox এবং skidrow হল গেম ক্রাকার গোষ্ঠী। skidrow গেম কম্প্রিস করে না শুধু মাত্র গেম ক্র্যাক করে। আর blackbox গেম ক্র্যাক এর পাশাপাশি কম্প্রেস করে দেয়। গেম এর মাঝে কোন পার্থক্য নাই। না বুইঝা একেক জনকে ঝারাঝারি করতেছে সবাই। আর ভাই @gamerBoy আপনার ওই ফাইল লাগবেই। বিনা টাকায় গেম খেলবেন আর ভাইরাস মেলওয়ার নিবেন না? সব ক্র্যাক এর মাঝেই ভাইরাস থাকে। এসব আমাদের মাগ্না বা বাংলাদেশ বিখ্যাত কাস্পার ভাই ধরতে পারে না। আপনাকে skidrow , blackbox গেম ক্র্যাক করে দবে আর ভাইরাস দিবে না? হে হে। আর ভাইয়া আমি blackbox এর tombraider ই ইন্সটল করে খেলছি । অসুবিধা হয় নাই।

    Level 0

    @Khaled Md Tuhidul Hossain: WoW……What a speech ! Just WoW ! I think you did something mistake. কারণ আমি পোস্টে সাহায্যের জন্য লিখলাম এত কষ্ট করে। আর আপনি মজা লইছেন। লুল ! আমি কিন্তু বোকা নই ভাই, যা বলছেন। লুল ! আপনি বলছেন, ” আপনাকে skidrow , blackbox গেম ক্র্যাক করে দবে আর ভাইরাস দিবে না? হে হে।” 😀

    কি কোন ভাই ! লুল ! skidrow cracks aren’t viruses , Nor BlackBox.But yes,Most of crack work like a Trojan thats why antivirus identifies it as virus,dear.sometimes antiviruses generally read cracks as malicious. Crack is not harmful for our PC. 😛

    লুল ! যেহেতু…… লুল ! আম………লুল ! আপনি কিছু সমাধান দেন নাই। তাহলে এই বোকার মত কমেন্ট কেন? খালি ব্যর্থ কথা বলার দরকার কি? আপনি মনে হয় ফালতু। ওহ, AIUB তো একদম আমাদের বাসার কাছে Versity. লুল !

Level 0

vai keo ki amake bolben j skidrow ki jinish……onek game dekhi skidrow ase kintu tar vetor kono setap file nai……kemne ki korbo keo ki bolben vai………….lol………..lol……..lol…….

    Level 0

    @redoy10: লুল !! মেয়েদের মত লাফায়েন না। 😀

Level 0

FreeArc ইন্সটল দিয়ে দেখতে পারেন। জানিনা কাজ হবে কিনা।

আর এটা কিন্তু Skidrow এরই ক্রাক। Blackbox শুধু এটার ভিডিও/অডিও কে looseless ফরম্যাট করে রিপ্যাক করেছে, যার ফলে সাইজ একটু কমেছে। সন্দেহ থাকলে nfo সেকশনটা দেখতে পারেন।

blackbox মূলত রিপ্যাক টীম, ক্রাকার না।

আর অনেক ক্রাকে আসলেই কিন্তু ভাইরাস/কিলগার থাকে।

    Level 0

    @dracula_: ভাই, আপনাকে সমর্থন করলাম। আপনার কথায় সত্যি যুক্তি আছে বলে একটু খুশি হলাম। সবগুলো Perfect কথা বলছেন। 🙂

    অনেক ক্রাকে আসলেই ভাইরাস থাকে। আপনার সাজেশন এর জন্য ধন্যবাদ। আমি মাইক্রোসফট এ খোঁজ করে দেখতে পেলাম যে ISDone.dll সকল জেনুইন থেকে মুছে দেওয়া হইছে। যেহেতু আমার কম্পিউটারে Missing সেহেতু এই বালের BlackBox চলবে না বা কোন ISO বা Daemon Tools দিয়ে লাভ নাই। আমার কম্পিউটারে উইন্ডোজ ৭ জেনুইন। আমার বড় ভাইয়ের কম্পিউটারেও উইন্ডোজ ৭ জেনুইন। তাঁর গিয়ে একই কাজ করে দেখতে পেলাম যে same ঝামেলা দেখা গেছে। কিন্তু আমার ফ্রেন্ডের কাছে উইন্ডোজ ৭ জেনুইন না। আমি Same পদ্ধতিতে কাজ করে দেখতে পেলাম যে কোন ঝামেলা ছাড়াই Install শুরু হয়ে গেছে। শেষে Perfectly গেম চলছে। কারণটা আপনি এমনিতেই বুঝে যাবেন।

    সুতরাং আগের কমেন্টে sugata, Khaled Md Tuhidul Hossain এরা হইল বলদ। কোন প্রকার হেল্প করে নাই।

    আর শেষে আমি ফাইনালি SKIDROW পাইলাম !!!! ইন্সটল হয়েছে পুরা অল ক্লিয়ার !!!! গেম চলছে ফাটাফাটি !!!!

    ধন্যবাদ dracula_ 🙂

@gamer boy দুই দিনের বলদ। সেইদিন জন্মাইয়া আজকেই লাফালাফি করতেছ? লুল রে লুল। গ্রেট লুল। গেম চালাইতে পারেন না আর ভাব মারে লুল। কথা বলার আগে ১০০ বার ভেবে বলবেন আর ব্লগে কোন ভাষা ব্যবহার করতে হয় তাও কেউ শিখায় দেয় নাই?—- “”সুতরাং আগের কমেন্টে sugata, Khaled Md Tuhidul Hossain এরা হইল বলদ”” —–তোমার মা বাপ কি এভাবে কথা বলতে শিখায়? গ্রেট লুল।

    Level 0

    @Khaled Md Tuhidul Hossain: ভাই, সুন্দর একটা গালি দিলেন। যাক, কিছু বললাম না। আমি কোনদিন বলদ নই। আমার যা সমস্যা সবগুলো কমেন্টে বলছি। আমি এখানে পোস্ট করছি সমধান এর আশায়। আমার যা সমস্যা সবগুলো কমেন্টে বলছি। আপনি কোন সমাধান দেন নাই আর শুধু কমেন্টে এসে বলতেছেন, “আমি blackbox এর tombraider ই ইন্সটল করে খেলছি । অসুবিধা হয় নাই।” এইসব সমাধান ???

    ফাউল কথা বাদ দিয়ে পড়ালেখা করেন। সমধান করতে না পারলে এইখানে আইসেন না।

    @Khaled Md Tuhidul Hossain:ভাল ভাল,নিজের পরিবারগত পরিচয় ভালই তুলে ধরেছেন।আচ্ছা আপনি কি আসলেই আপনার পিতার ছেলে?নাকি……..বুঝে নিন। 😎

No need man,buy the cd and enjoy gaming! 😀 😛